ক্রিকেট ইতিহাসে তারকা ক্রিকেটারদের উত্থান-পতনের গল্প ভক্তদের উদ্বুদ্ধ করে থাকে। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফরম্যাটের মাধ্যমে সহজেই জনপ্রিয়তা অর্জন করছেন অসংখ্য তরুণ ক্রিকেটার। কম বয়সে অর্থের প্রাচুর্য এবং বিপুল জনপ্রিয়তা অনেক সময় তাদের ভুল পথে চালিত করে। এমনকি বহু ক্রিকেটার বেআইনি কাজের মধ্যেও যুক্ত হয়ে পড়ছেন। এবার এক বিশ্বকাপে অংশগ্রহণকারী তারকা ক্রিকেটার ডাকাতির অভিযোগে গ্রেফতার হলেন। আইসিসির (ICC) টুর্নামেন্ট চলাকালীন এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। ক্রিকেট বিশ্বে এইরকম ঘটনা আগে নজির সৃষ্টি করে বর্তমানে আলোচনায় উঠে এসেছে।
Read More: মুখ ফিরিয়েছে DREAM 11, এশিয়া কাপের আগে স্পন্সর সঙ্কটে টিম ইন্ডিয়া !!
ডাকাতির অভিযোগে গ্রেফতার-

২০২৭ আইসিসি ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) যোগ্যতা অর্জনকারী পর্ব হিসেবে আয়োজন করা হয়েছে ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ। এই টুর্নামেন্ট চলাকালীন এবার পাপুয়া নিউগিনির তারকা ক্রিকেটারর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ সামনে এসেছে। সূত্র অনুযায়ী তাকে জার্সির সেন্ট হেলিয়ারে থেকে সোমবার গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কিপলিন ডোরিগা (Kiplin Doriga) নামক এই ক্রিকেটার সমস্ত অভিযোগ স্বীকার করেছেন।
তাকে বুধবার কোর্টে তোলা হলে ২৮ নভেম্বর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই ঘটনার সামনে আসতেই বর্তমানে ক্রিকেট মহলের রীতিমতো চাঞ্চল সৃষ্টি হয়েছে। পাপুয়া নিউগিনি ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ডোরিগা (Kiplin Doriga) যা করেছেন সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তার সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মাঠের বাইরের ঘটনা হওয়ার জন্য জাতীয় দলের ক্রিকেটারদের ওপর কোন প্রভাব পড়েনি বলেও উল্লেখ করেছেন তারা।
বিশ্বকাপ খেলেছেন ডোরিগা-

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পাপুয়া নিউগিনির এই উইকেটকিপার ব্যাটসম্যান দু’বার দেশের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার ২০২১ সালে এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2025) খেলেছেন। শেষ ২০ ওভারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। এই বিশ্বকাপেই রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল।
উল্লেখ্য এখনও পর্যন্ত দেশের হয়ে কিপলিন ডোরিগা (Kiplin Doriga) ৩৯ টি ওডিআই ম্যাচ এবং ৪৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার এক হাজারের ওপর রান রয়েছে। গ্ৰেফতার হওয়ার আগে চলমান চ্যালেঞ্জ লিগে ডেনমার্কের বিরুদ্ধে ৮৪ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন এই আলোচিত ব্যাটসম্যান। ফলে তার এইরকম কীর্তিতে রীতিমতো চমকে গেছে ক্রিকেট মহল।