IPL 2024: রিটেন হয়ে ভুল করেছে এই ৩ খেলোয়াড়, নিলামে অংশ নিলে হতো লক্ষ্মীলাভ !! 1

IPL 2024: ক্রিকেটদুনিয়ার নজর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দিকে। ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতার সপ্তদশ মরসুম শুরু হতে এখনও মাসখানেকের অপেক্ষা। সংবাদমাধ্যম সূত্রে খবর মার্চ মাসের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের গোড়ায় আইপিএল (IPL) মরসুমের ঢাকে কাঠি পড়তে চলেছে। তবে এখন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আইপিএলের ‘মিনি’ নিলাম। মরসুম শুরুর আগে স্কোয়াডের ফাঁকফোকর ঢেকে নেওয়ার শেষ সুযোগ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। চ্যাম্পিয়ন চেন্নাই (CSK) হোক বা গত মরসুমে দশ নম্বরে শেষ করা সানরাইজার্স হায়দ্রাবাদ-সকলেই তাকিয়ে রয়েছে এই নিলামের দিকে। ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করেছে সবকয়টি দল। জানা গিয়েছে কোন তারকাদের আগামী মরসুমের জন্য ধরে রাখছে দলগুলি, আর কারাই বা হাঁটতে চলেছেন নিলামের অনিশ্চিত সরণিতে।

এখনও অবধি যা খবর, তা অনুযায়ী আগামী ১৯ তারিখ আয়োজিত হচ্ছে নিলাম। এর আগের বছর কেরলের কোচি শহরে বসেছিলো আসর। এবার তা দেশ ছাড়িয়ে পাড়ি দিচ্ছে মধ্যপ্রাচ্যের দুবাইতে। দশ দল মিলিয়ে মোটা স্লট খালি রয়েছে ৭৭টি। এখনও অবধি পাওয়া তথ্য বলছে দেশ-বিদেশের ১০০০-এর বেশী ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন নিলামের জন্য। এরমধ্যে ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক, রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) মত বিদেশী তারকারা যেমন রয়েছেন, তেমনই থাকছেন হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর, কেদার যাদবের মত ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখেরা। দশ দল যে সকল খেলোয়াড়দের ধরে রেখেছে তাঁদের মধ্যে থেকে এই তিনজন’কে যদি কোনো কারণে তারা ‘রিলিজ’ করে দিত, তাহলে লক্ষ্মী লাভ হতে পারত তাঁদের। নিলামে বর্তমান মূল্যের ঢের বেশী দাম পেতেন তাঁরা।

Read More: IPL 2024: স্টোকস কিংবা স্টার্ক নয়, এই দুর্দান্ত খেলোয়াড়ের জন্য নিলামে ৩০ কোটি টাকা খরচ করতে তৈরি মুম্বাই ইন্ডিয়ান্স !!

রিঙ্কু সিং-

Rinku Singh | IPL 2024 | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

উত্তরপ্রদেশের আলিগড়ের তরুণ রিঙ্কু সিং (Rinku Singh) বর্তমানে ভারতীয় ক্রিকেটের ‘হার্টথ্রব।’ ধুন্ধুমার ব্যাটিং দিয়ে দেশ তথা দুনিয়ার মন জিতে নিয়েছেন তিনি। পাঁচ বা ছয় নম্বরে নেমে স্নায়ুর চাপ সামলে এমন সব ঝোড়ো ইনিংস তিনি খেলেছেন গত কয়েকমাসে, তাতে অনেকেই রিঙ্কু’কে মহেন্দ্র সিং ধোনি’র আদর্শ উত্তরসূরি মনে করছেন। ‘ফিনিশিং’-কে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি। রিঙ্কুর উত্থান কিন্তু আইপিএল (IPL) থেকেই। ২০২২ মরসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) জার্সিতে লক্ষ্ণৌর বিরুদ্ধে একটি ম্যাচে বেশ ভালো খেলেছিলেন। এরপর ২০২৩ সালে আর পিছন ফিরে তাকাতে হয় নি রিঙ্কু’কে। নাইট রাইডার্স প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারলেও বিশেষজ্ঞদের তারিফ কুড়িয়ে নেন রিঙ্কু সিং (Rinku Singh)।

গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে কলকাতার শেষ ওভারে দরকার ছিলো ২৯ রান। বোলার যশ দয়ালকে (Yash Dayal) টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য ভাবে ম্যাচ জিতিয়ে দেন রিঙ্কু সিং (Rinku Singh)। বাইশ গজে রিঙ্কু-রাজ সেই শুরু। গত মরসুমে প্রায় ৬০ গড় ও ১৫০ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৪৭৪ রান। মেরেছেন ২৯ ছক্কা। ইতিমধ্যেই জাতীয় দলের ডাক’ও পেয়েছেন তিনি। ৯ ম্যাচে ৮৭ গড়ে করেছেন ১৭৪ রান। স্ট্রাইক রেট ১৯৮-এর কাছে। আয়ারল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া-রিঙ্কু ঝড় সামলাতে বেগ পেয়েছে সব প্রতিপক্ষ’ই। গত মরসুমের দুর্দান্ত পারফর্ম্যান্সের পর মাত্র ৫৫ লাখ টাকায় তাঁকে ‘রিটেন’ করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। যদি তিনি নিলামে যেতেন তাহলে নিঃসন্দেহে বেশ কয়েকগুণ বেশী দাম পেতেন। এমনকি ১০ কোটির গণ্ডী পেরিয়ে যাওয়াও অস্বাভাবিক ছিলো না।

গ্লেন ম্যাক্সওয়েল-

Glenn Maxwell | IPL 2024 | Image: Getty Images
Glenn Maxwell | Image: Getty Images

টি-২০ ক্রিকেটের দুনিয়ায় পরিচিত নাম গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। স্কুপ, রিভার্স স্যুইপ, স্যুইচ হিটের মত শটে বলকে পলকের মধ্যে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলায় ম্যাক্সওয়েলের মাপের ক্রিকেটার বিশ্বে বিরল। ধুন্ধুমার পাওয়ার হিটিং-এর পাশাপাশি ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ইউএসপি তাঁর অফস্পিন বোলিং। গত মরসুমে বেঙ্গালুরুর অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি। তারপর চোটের কবলে পড়েছিলেন। চোট সারিয়ে মাঠে ফিরে ফের ঝড় তুলেছেন। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ৪০ বলে শতরান করেছেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। আফগানিস্তানের বিরুদ্ধে করেছেন মহাকাব্যিক ২০১* রান। ফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ (ICC World Cup 2023) জিততে সাহায্য করেছেন। দিনকয়েক আগে টি-২০তেও ভারতের বিরুদ্ধে ৪৮ বলে ১০৪* করে নিশ্চিত পরাজয়কে বদলে ফেলেছেন জয়ে।

২০২১-এর আইপিএল (IPL) নিলামে চেন্নাই সুপার কিংস (CSK) ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) সাথে লড়াই করে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে সামিল করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তাদের খরচ হয় ১৪.২৫ কোটি টাকা। অর্থের অঙ্কটা মোটেই কম নয়। কিন্তু বর্তমানে যে ফর্মে অজি অলরাউন্ডার রয়েছেন তাতে এই মূল্য খানিক কম বলে মনে হওয়া অস্বাভাবিক নয়। কলকাতা, চেন্নাই, গুজরাতের মত ফ্র্যাঞ্চাইজির হাতে আসন্ন নিলামে বিশাল অঙ্কের অর্থ রয়েছে। যদি ম্যাক্সওয়েল’কে (Glenn Maxwell) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ছেড়ে দিত এবং তিনি নিলামে অংশ নিতেন, তাহলে পূর্বের সকল রেকর্ড ভেঙে ২০ কোটি বা তারও বেশী অর্থে অজি অলরাউন্ডারকে দলে সামিল করতে ঝাঁপাতে পারত একাধিক ফ্যাঞ্চাইজি।

বিরাট কোহলি-

Virat Kohli | IPL 2024 | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

এই তালিকায় তৃতীয় নামটি বিরাট কোহলির (Virat Kohli)। ২০০৮ সালের আইপিএলে (IPL) প্লেয়ার ড্রাফট থেকে বিরাট’কে বেছে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। এরপর কেটে গিয়েছে ১৬টি বছর। আগামী বছরের মার্চ অথবা এপ্রিল থেকে শুরু হবে সপ্তুদশ মরসুম। কোনোদিন দলবদল করেন নি কোহলি। প্রথম বছর বেঙ্গালুরুর লাল-সোনালী জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। আসন্ন মরসুমেও তাঁর জার্সিতে বুকের বামদিকে লেখা থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (RCB)। একটি পডকাস্টে দিনকয়েক আগে কোহলি জানিয়েছেন যে তাঁর কাছে বেশ কয়েকবার প্রস্তাব এসেছে দল ছাড়ার। নিলামে অংশ নিতেও অনুরোধ করা হয়েছে, কিন্তু নিজের ‘ঘর’ ছেড়ে নড়েন নি তিনি।

বর্তমানে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে ইন-ফর্ম ব্যাটার কে? প্রশ্ন করা হলে শতকরা আশিজনের উত্তর হবে বিরাট কোহলি (Virat Kohli)। গত আইপিএলে তিনি করেছেন ৬৩৯ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর, এশিয়া কাপ-রান পেয়েছেন সব জায়গায়। বিশ্বকাপ’কে রাঙিয়েছেন নিজের ব্যাটিং-এ। ৩ শতরান, ৬ অর্ধশতরান সহ ৭৬৫ রান করে গড়েছেন নতুন রেকর্ড। ৩৫ বছর বয়স হলেও থেমে যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন না তিনি। বরং জয় করছেন সাফল্যের নতুন সব শিখর। প্রথম মরসুমে বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজির থেকে বিরাট কোহলি পেয়েছিলেন ১২ লাখ টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে চুক্তির অঙ্কটা এখন ১৭ কোটি। যে ফর্মে তিনি রয়েছেন বর্তমানে তাতে যদি কোনো কারণে নিলামে অংশ নিতেন তাহলে স্যাম কারানের (Sam Curran) ১৮.৫০ কোটি টাকার রেকর্ড ভাঙত নিমেষের মধ্যেই। দশ ফ্র্যাঞ্চাইজিই ব্র্যান্ড বিরাট-কে সই করাতে উঠেপড়ে ময়দানে নামত।

Also Read: হার্দিক বা রাহুল নয় এই প্লেয়ারকেই T20 বিশ্বকাপের ক্যাপ্টেন হিসাবে দেখতে চান সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *