১. অনিল কুম্বলে
৭ ই ফেব্রুয়ারি, ১৯৯৯ সালে ফিরোজ শাহ কোটলা মাঠে রেকর্ড সৃষ্টি করেন অনিল কুম্বলে ।পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে নেন দশটি উইকেট।এর আগে ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইংল্যান্ডের স্পিনার জিম লেকার।চোট নিয়ে খেলতে নেমে কুম্বলে’র এই দুরন্ত পারফরম্যান্স জিততে সাহায্য করেছিল ভারত’ কে এই টেস্ট ম্যাচ জিততে।