২. গ্রেম স্মিথ
ম্যাচ ড্র করতে প্রয়োজন ৮.২ ওভার ব্যাটিং করে যাওয়া।২০০৯ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট ম্যাচে দল যেমন এমন একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি তখন খেলতে নামে দক্ষিণ আফ্রিকার স্মিথ।চোট নিয়েই লড়াই করতে নামেন তিনি, অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করে দেশকে টেনে তোলেন খাঁদের কিনারা থেকে ।২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে তার দেশ।