৩. স্টিভ ওয়া

২০০১ সালের এ্যসেজ সিরিজ।এ্যসেজ মানেই সন্মানের লড়াই।যে সন্মানের লড়াইয়ের মুখোমুখি ইংল্যান্ড – অস্ট্রেলিয়া ।ফিট নন স্টিভ ওয়া।তাই তাকে খেলতে নামা থেকে নিষিদ্ধ করেন ম্যাচ ফিজিও।প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে অজি দল।৬৪১ রান করে তারা।চোট নিয়ে খেলতে নেমে অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলে ওয়া।পরবর্তী সময়ে ৪-১ ব্যাবধানে সন্মানের লড়াই জিতে নেয় তার দেশ।