৪.মাইকেল ক্লার্ক
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা সফরে সাউথ আফ্রিকার পেস বিভাগের সামনে ঋতিমতো কঠিন চ্যালেন্জের মুখে পড়েন মাইকেল ক্লার্ক।প্রোটিয়া পেসার মর্নি মর্কেলের বাউন্সারে চোটপ্রাপ্ত হন তিনি।যদিও সেই চোট নিয়েই পরবর্তী সময়ে খেলেন ম্যাচ জেতানো ইনিংস।তার ৩০১ বলে খেলা ১৬১ রানের ইনিংস সেইদিন ম্যাচ জিততে সাহায্য করে অস্ট্রেলিয়া কে।পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ জিতে তার দেশ।