৫. শচীন তেন্ডুলকর
১৯৯৯ সাল।দীর্ঘ ১১ বছর পর পাকিস্তান দল আসে ভারত সফরে।স্বাভাবিক ভাবেই সেই সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমী মানুষদের উত্তেজনা ছিলো এক অন্যমার্গে।সেই সিরিজে র টেস্টে শাহিদ আফ্রিদির ১৪৯ রানের ইনিংসের জেরে ২৭১ রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান।টার্গেট চেজ করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট দল।৮২ রানে ৫ উইকেট পড়ে গেলে মাঠে নামেন চোট প্রাপ্ত শচীন তেন্ডুলকার।পিঠে ব্যাথার সমস্যা নেমে নয়ন মঙ্গিয়া’কে সঙ্গী করে ম্যাচ জেতানোর লড়াই শুরু করেন তিনি।পরবর্তী সময়ে সেই ম্যাচ পাকিস্তান দল ১২ রানে জিতলেও শচীনের খেলা ২৭৩ বলে ১৩৬ রানের ইনিংস মনে গেঁথে যায় সকল ক্রিকেট প্রেমী মানুষদের।