৬. ইয়ান বেল
২০১০ সালে ব্রিস্টলে ইংল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড – বাংলাদেশ।প্রথমে ব্যাটিং করতে নেমে সেইদিন বাংলাদেশ ইনিংস শেষ করে ২৩৬ রানে।ম্যাচ চলাকালীন একটি ক্যাচ নিতে গিয়ে চোট পান ইয়ান বেল।চোটের গুরুত্ব ছিলো এতোটাই যে পরবর্তী সময়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই তারকা ইংলিশ ব্যাটসম্যান।পরবর্তী সময়ে ব্যাটিং করতে পারেননি বেল।কিন্তু দল যখন হারের মুখে ২২৭ / ৯ ‘এ অবস্থান করছে তখন আর বসে থাকতে পারেননি তিনি।চোট নিয়েই মাঠে নামে, যদিও শেষ অবধি ম্যাচে জিতে যায় ইংল্যান্ড, তবুও ইয়ান বেলের লড়াই সেইদিন প্রশংসিত হয়েছিল ক্রিকেট মহলে।