চোট খেলাধুলার এক অঙ্গ।একজন খেলোয়াড় কে তার খেলোয়াড়ি জীবনে একাধিক বার পড়তে হয় চোটের মুখে।কখনও সেই চোট শেষ করে দিয়েছে কেরিয়ার, আবার কখনও চোট কে সঙ্গী করে মাঠে নেমে কীর্তি স্থাপন করেছেন একজন ক্রিকেটার এমনটা আমরা দেখেছি।সেই সব ঘটনা অনুপ্রাণিত করে আমাদের।লড়াই করার রসদ যোগায়।২০১১ সালের বিশ্বকাপে মারণ রোগ ক্যান্সার’কে সঙ্গী করে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং’এর লড়াই চিরতরে উঠে গেছে ক্রিকেট গাঁথায় ।১৯৮৩ এরপর ফের সেইবার বিশ্বকাপের স্বাদ পায় ভারতীয় ক্রিকেট দল।সেই জয়ের অন্যতম কান্ডারী ছিলেন যুবরাছ।ব্যাটে এবং বলে দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যুবি।নির্বাচিত হয়েছিলেন ” ম্যান অফ দ্য ম্যাচ ” ।
ক্রিকেট দুনিয়ায় এমনই ছয় ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে এখানে , যেখানে চোট’ কে উপেক্ষা করে মাঠে নেমে দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্রিকেটারেরা।