ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়লেও ভারতীয় দলের জার্সিতে অভিষেকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিলো সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। ২০২২-এ বাংলাদেশের বিরুদ্ধে ডাক পাওয়ার কথা ছিলো তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় সরফরাজ’কে। তাঁর ফিটনেস নিয়ে খুশি ছিলেন না তৎকালীন প্রধান নির্বাচক চেতন শর্মা। অজিত আগরকার নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসার পর শিকে ছেঁড়ে সরফরাজের (Sarfaraz Khan) ভাগ্যে। ২০২৪-এ ভারত বনাম ইংল্যান্ড সিরিজের মাঝপথে ডেকে নেওয়া হয় তাঁকে। এরপর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলেছিলেন। কিন্তু তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিলো। তাঁকে জিমে ঘাম ঝরানোর পরামর্শ দিয়েছিলো বোর্ড’ও। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন বছর ২৭-এর তরুণ। গতকাল ট্রান্সফর্মেশনের ছবি পোস্ট করে চমকে দিয়েছেন সকলকে।
Read More: রোহিতকে সামনে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ODI দল প্রকাশ, ফিরলেন এই তারকারা !!
সরফরাজের প্রশংসা পিটারসেনের-

গত বছরের শেষ কয়েকটা মাস বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিলো সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। আইপিএলের (IPL) নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখায় নি কোনো দল। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে জায়গা পেলেও সুযোগ পান নি একাদশে। এমনকি নয়া বছরেও চাপ বেড়েছে তাঁর উপর। ইংল্যান্ড সফরের স্কোয়াড থেকেই ছেঁটে ফেলা হয়েছিলো সরফরাজ’কে (Sarfaraz Khan)। কিন্তু কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়েন নি তিনি। বোর্ডের নির্দেশ মেনে মন দিয়েছেন ফিট হয়ে ওঠায়। একটা সময় তাঁর স্থূলতা নিয়ে রীতিমত ব্যঙ্গ-বিদ্রুপ চলত সোশ্যাল মিডিয়ায়। একজন আন্তর্জাতিক মানের অ্যাথলিটের মত নয় তাঁর শরীর, কটাক্ষ করতেন অনেকেই। নিরন্তর পরিশ্রম করেই সেই সব সমালোচকদের জবাবটা দিয়েছেন সরফরাজ। দুই মাসে ১৭ কেজি ওজন ঝরিয়ে এখন বেশ ছিপছিপে তিনি।
সরফরাজের (Sarfaraz Khan) ভোলবদলকে কুর্নিশ জানিয়েছেন ইংল্যান্ড কিংবদন্তি ও দিল্লী ক্যাপিটালস মেন্টর কেভিন পিটারসেন (Kevin Pietersen)। এক ট্যুইটবার্তায় আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন বছর ২৭-এর তরুণকে। পাশাপাশি তোপ দেগেছেন ভারতীয় ক্রিকেটের আরেক ‘মেঘে ডাকা তারা’ পৃথ্বী শ-এর দিকেও। পিটারসেন লিখেছেন, “দুর্দান্ত প্রচেষ্টা ইয়ংম্যান! অনেক শুভেচ্ছা আর আমি নিশ্চিত যে এটা (ওজন ঝরানো) তোমায় মাঠে আরও ভালো আর আরও ধারাবাহিক পারফর্ম্যান্স করতে সাহায্য করবে। আমি খুশি যে তুমি কোন কোন বিষয়গুলিকে তোমার প্রাধান্য দেওয়া উচিৎ তা খুঁজে বের করতে সময় ব্যয় করেছো। কেউ এটা দয়া করে পৃথ্বী শ-কে দেখাতে পারেন? এটা করা সম্ভব। শক্তিশালী শরীর, শক্তিশালী মন!।” অক্টোবরে টেস্ট সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বদলে যাওয়া সরফরাজকে দেখা যাবে স্কোয়াডে? উত্তরের অপেক্ষায় ক্রিকেটজনতা।
দেখুন পিটারসেনের ট্যুইট’টি-
Outstanding effort, young man! Huge congrats and I’m sure it’s going to lead to better and more consistent performances on the field. I love the time you’ve spent reorganising your priorities!
LFG! 🚀
Can someone show Prithvi this please?
It can be done!
Strong body, strong… https://t.co/U6KbUXlfVf— Kevin Pietersen🦏 (@KP24) July 21, 2025
মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে পৃথ্বী শ-

স্কুল ক্রিকেট খেলার সময়েই সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জেতার পর পেয়ে গিয়েছিলেন তারকার সম্মান। তাঁকে ‘দ্বিতীয় শচীন’ আখ্যা দিতেও দেরী করে নি মুম্বইয়ের সংবাদমাধ্যম। ২০১৮তেই সুযোগ পেয়ে গিয়েছিলেন সিনিয়র জাতীয় দলেও। আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন টেস্ট শতরান দিয়ে। কিন্তু যেমন উল্কার গতিতে উপরের দিকে উঠেছিলেন তিনি, ঠিক সেই গতিতেই মুখ থুবড়েও পড়তে হয় তাঁকে। অফ-ফর্ম, শৃঙ্খলাজনিত সমস্যা, চোট-আঘাতের কারণে ধীরে ধীরে লাইমলাইট থেকে হারিয়ে যান পৃথ্বী (Prithvi Shaw)। ২০২১-এর পর আর ডাক পান নি জাতীয় দলে। গত বছর বাদ পড়েন মুম্বইয়ের রঞ্জি ও বিজয় হাজারে ট্রফির দল থেকেও। এমসিএ থেকে এনওসি নিয়ে মহারাষ্ট্রের জার্সিতে নতুন করে শুরু করতে চাইছেন বছর ২৫-এর তরুণ।