ভারতকে উচিত শিক্ষা দিচ্ছে পাকিস্তান, T20 ওয়ার্ল্ড কাপ খেলতে সাফ না PCB এর !! 1

অবশেষে, আইসিসির প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে আসতে পারে আনুষ্ঠানিক সূচিপত্র। একেরপর এক সমস্যা সমাধানের পর অবশেষে আইসিসির যুক্তি মেনে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে, তারাও বেশ কিছু দাবি জানিয়েছে আইসিসির কাছে। প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট বোর্ড ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে। টুর্নামেন্টের ১০টি ম্যাচ আয়োজন করার কথা রয়েছে পাকিস্তানের। তবে পাকিস্তান ও ভারতের ম্যাচ সহ ভারতের বাঁকি ম্যাচগুলো সব অনুষ্ঠিত হবে পাকিস্তানের বাইরে। ভারতের লিগের তিনটি ম্যাচই হবে দুবাইয়ে। এছাড়া টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালও হবে দুবাইতেই। তবে, লিগ পর্বের পর ভারত যদি বিদায় নেয় তাহলে সেমিফাইনাল ও ফাইনাল দুবাইয়ের পরিবর্তে পাকস্তানের লাহোর (প্রথম সেমিফাইনাল, ফাইনাল) ও রাওয়ালপিন্ডিতে (দ্বিতীয় সেমিফাইনাল) অনুষ্ঠিত হবে।

হাইব্রিড মডেল মেনে নিয়েছে PCB

Mohsin Naqvi, champions trophy 2025, t20 world cup 2024, ipl,bcci, pcb
Mohsin Naqvi | Image: Getty Images

যদিও, হাইব্রিড মডেল মেনে নেওয়ার আগে পিসিবি জানিয়েছিল ভারত যদি ভারত যদি আইসিসি ইভেন্টের জন্য পাকিস্তান সফর করতে অস্বীকার করে তবে তারাও ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে আসবে না। দুই বোর্ড ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয় নিয়েও ঐকমত্যে পৌঁছেছে। প্রসঙ্গত, আইসিসি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানকে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত করার জন্য রাজি করাতে পেরেছে। তবে অন্যদিকে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচের জন্য ভারত সফর করবে না। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে। তবে, ভারত পাকিস্তান না যাওয়ায় কোনো ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আবার তারা ২০২৭ সালের পরে আইসিসি মহিলা টুর্নামেন্টের হোস্টিং রাইটস পেয়েছে।

Read More: ‘গাব্বা’-তে বৃষ্টির ভ্রুকুটি, বন্ধ হলো ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ !!

কোনো সমঝোতা করবে না PCB

PCB, champions trophy 2025
PCB | Image: Twitter

পাকিস্তান, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শুরু হয়েছে সমালোচনা। পিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলার প্রস্তাব রেখেছে। যদিও বিশ্বকাপ ফাইনাল ও সেমিফাইনালে কোনো ভেন্যু পরিবর্তন হবে কিনা তা জানা যায়নি। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, জানা গিয়েছে প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে এবং দুই গ্রুপে তারা ভাগ হবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে, তারপরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

Read Also: ৬, ৬, ৬, ৪, ৪, ৪…ঝড় তুললেন মহম্মদ রিজওয়ান, ২২৪ রানের ইনিংস খেললেন পাক উইকেটরক্ষক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *