পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025)। তবে, ভারতীয় ক্রিকেট দল আদেও এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে রয়েছে সংশয়। বেশ কিছুদিন আগে জানা গিয়েছে ভারতীয় দলের কাছে পাকিস্তান আসার আবদার জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দলে এন্ট্রি করাতে চলেছেন দলের প্রাণঘাতী পেসারকে।
প্রাণঘাতী বোলার নিলেন এন্ট্রি
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বেশ সমস্যায় ফেলেছেন এই কিংবদন্তি তারকা। এর আগে ওডিআই ফরম্যাটে ভারত ও পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল। যদিও সেই ম্যাচে রোহিত শর্মা পাকিস্তানি বোলারদের একহাত নিয়েছিলেন। কিন্তু এবার রোহিত-বিরাটদের চাপে ফেলা পাকিস্তানের কিংবদন্তি বোলার মোহাম্মদ আমিরকে (Mohammad Amir) ফেরাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমিরকে দলের ওডিআই সেট আপে ফিরিয়ে আনতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা PCB।
এজাজ ওয়াসিম বাখরির একটি প্রতিবেদন অনুসারে, PCB, পাকিস্তানের অভ্যন্তরে ক্রিকেটের মান উন্নত করার প্রয়াসে, মোহাম্মদ আমিরকে দলে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছে দেশের ক্রিকেট বোর্ড। কিছুমাস আগেই অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এন্ট্রি নিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে, বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান দলের পারফরমেন্স ছিল খুবই সাধারণ। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে পরাস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল পাকিস্তানকে। তবে সম্প্রতি পাকিস্তান ক্রিকেটে বড় বদল দেখা গিয়েছিল। টানা তিনটি টেস্ট (বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে) পরাজয়ের পর পাকিস্তান মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে।
আমিরের ওডিআই ক্যারিয়ার
যেহেতু ঘরের মাটিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলতে হবে তাই আমিরের উপর ভরসা দেখিয়ে তাকে আবার পাকিস্তান দলে ফিরিয়ে আনতে চাইছে বোর্ড। আমির ২০২০ সালের ডিসেম্বরে মাত্র ২৮ বছর বয়সে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তিনি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে ভারতের বিপক্ষে ভারতীয় টপ অর্ডারকে পরাস্ত করেছিল। আমির পাকিস্তানের জার্সিতে ৬১টি ওডিআই ম্যাচ খেলেছে। ওভার পিছু ৪.৭৮ রান করে দিয়েছেন এবং ৮১টি উইকেট তুলে নিয়েছেন। ২০১৯ সালে আমির তার শেষ ওডিআই ম্যাচটি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন।