২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়ে পাকিস্তানি ক্রিকেট যেন একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। মেগা ফাইনালে ভারত পাকিস্তানকে ৫ উইকেটে পরাস্ত করেছে। এশিয়া কাপের মঞ্চে (Asia Cup Result) ভারতীয় দল পাকিস্তানকে তিনবার পরাস্ত করেছে। মেগা ফাইনালে ভারতের পক্ষ থেকে অসাধারণ বোলিং করেছেন কুলদীপ যাদব, যিনি মেগা ফাইনালে ৪টি উইকেট পেয়েছিলেন। তাছাড়া ব্যাট হাতে তিলক ৬৯ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছিলেন। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল মাত্র দুই সপ্তাহের মধ্যে টানা তিনবার হারিয়েছে। ভারতীয় দলের কাছে হারার পর পাকিস্তান দলের রূপরেখা পরিবর্তন হয়েছে।
বাবর রিজওয়ান নিলো বড় সিদ্ধান্ত

সূত্রের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সমীর আহমেদ খেলোয়াড়দের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। যেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এই মুহূর্তে বিদেশি লিগে খেলার জন্য কোনো ক্রিকেটারকে অনাপত্তিপত্র বা নন অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়া হবে না। অর্থাৎ, বড় লিগগুলিতে (Franchisee Cricket) খেলার পরিকল্পনা করা শীর্ষ তারকারা এখন হঠাৎ করেই ধাক্কা খেলেন। এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাবর আজম, মোহম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি ও শাদাব খানদের মতন ক্রিকেটাররা।
Read More: বড় ধাক্কা টিম ইন্ডিয়ার জন্য, আগামী ৬ মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া !!
সম্প্রতি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের বাবর আজম ও মোহম্মদ রিজওয়ান। যে কারণে, টি-টোয়েন্টি দলে ফিরতে এদের ঘরোয়া ক্রিকেটে কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ভালো প্রদর্শন দেখিয়েই জাতীয় দলে আবার ফিরতে পারে। তবে, পিসিবি এবার সেই সুযোগ নিতে দিচ্ছে না। কয়েক মাস বাদেই অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লীগ বিগ ব্যাশ লিগে (BBL) প্রথমবারের মতো খেলার প্রস্তুতি নিচ্ছিলেন বাবররা।
NOC দেবে না পাকিস্তান বোর্ড

সিডনি সিক্সার্স ইতিমধ্যেই তাঁকে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে দলে নিয়েছে। BBL-এ খেলার জন্য ২.৩৫ কোটি টাকা পারিশ্রমিক পাবেন বাবর। NOC না পাওয়ার জন্য ইতিমধ্যেই এই চুক্তিটি ঝুঁকির মুখে রয়েছে। শুধু তাই নয়, সিডনি সিক্সার্সও সমস্যায় পড়তে পারে। বাবর টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম সেরা খেলোয়াড়। এই পরিস্থিতিতে বড় সমস্যায় পড়লেন পাকিস্তানি খেলোয়াড়রা। সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপে পাকিস্তান দলের তারকা খেলোয়াড় বাবর- রিজওয়ানকে ছাড়াই দল বাছাই করে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই তারকাকে ছাড়া পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেলেও তাদেরকে ফাইনাল হারতে হয়েছে।