চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে মাসখানেক আগেও চলছিলো তীব্র দড়ি-টানাটানি। ভারত-পাক দ্বন্দ্বে ভেস্তে যেতে বসেছিলো সম্পূর্ণ টুর্নামেন্ট। আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই বিসিসিআই-এর অবস্থান নিয়ে জল্পনা ছিলো। খানিক প্রত্যাশিতভাবেই ওয়াঘা সীমান্ত না পেরোনোর ঘোষণা করে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। আইসিসি’র কাছে হাইব্রিড মডেলের দাবী জানিয়েছিলো তারা। রাজী ছিলো না পিসিবি (PCB)। এই নিয়ে রীতিমত কূটনৈতিক যুদ্ধ চলে দুই শিবিরের মধ্যে। শেষমেশ বহু আলোচনার পর টিম ইন্ডিয়ার ম্যাচগুলি দুবাইতে সরাতে রাজী হয়েছে পাকিস্তান। পরিবর্তে ভারতে আসার না আসার শর্ত দিয়েছে তারাও। ভেন্যু সংক্রান্ত জটিলতা মেটার পরেও অবশ্য স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের ভবিষ্যৎ এখনও অনিশ্চিতই বলা চলে।
Read More: “আমরা ডেট করছি…” চাহালের সঙ্গে নাম জোরালো RJ মাহভাশের নাম, করলেন এই মন্তব্য !!
কাজ কতদূর? আশঙ্কা পাক ক্রিকেটমহলের-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) অন্তত ১০টি ম্যাচ আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে না যায়, তাহলে বাড়তে পারে ম্যাচের সংখ্যা। ভেন্যু হিসেবে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, করাচীর ন্যাশনাল স্টেডিয়াম’কে নির্বাচিত করেছে পিসিবি। এছাড়া রয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম’ও। প্রায় তিন দশক পর কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। বিশ্বমানের পরিকাঠামো উপহার দিতে তাই বদ্ধপরিকর সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। সূত্রের খবর তিনটি মাঠের আধুনিকীকরণের করে তুলতে ১২৬০ পাকিস্তানী রুপি’র প্রকল্প গ্রহণ করা হয়েছে। যদিও স্টেডিয়াম ঝাঁ চকচকে করে তোলার এই প্রকল্পই মাথাব্যথা বাড়িয়েছে মহসীন নকভিদের (Mohsin Naqvi)।
চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। হাতে সময় আর এক মাস। কিন্তু এখনও পর্যন্ত তিন মাঠেই বাকি রয়ে গিয়েছে অনেক কাজ। কোথাও দর্শকাসনের চেয়ার পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, কোথাও স্টেডিয়ামের ভাঙা অংশ মেরামতের কাজ চলছে এখনও, এমনই সব ছবি সামনে এনেছে পাক সংবাদমাধ্যম। আউটফিল্ড এবং পিচের বেহাল দশার ছবিও এসেছে প্রকাশ্যে। কাজ খতিয়ে দেখতে পাকিস্তানে পৌঁছে গিয়েছেন আইসিসি’র প্রতিনিধিদল’ও। জানা গিয়েছে যে ২৫ জানুয়ারি অবধি সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে পিসিবি’কে। যদি তার মধ্যে সব কাজকর্ম সম্পূর্ণ করে মাঠ খেলার জন্য প্রস্তুত করা যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজনে মিলবে সবুজ সংকেত। না হলে কড়া সিদ্ধান্ত নিতে পারে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা।
স্টেডিয়ামের বেহাল দশা, দেখুন ভিডিও-
Gaddafi Stadium Main Building…
Lagta hai Pakistan wale Champions Trophy 2025 nahi, 2027 me karane ki taiyari kar rahe hain. #ChampionsTrophy2025 pic.twitter.com/EN7ZbTC3G8
— बलिया वाले 2.0 (@balliawalebaba) January 11, 2025
সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি-
লাহোর, করাচী বা রাওয়ালপিন্ডিতে স্টেডিয়ামের কাজের বর্তমানে যা অবস্থা তাতে বিকল্পের কথা ভাবতেই হচ্ছে আইসিসিকে। যদি ২৫ তারিখের মধ্যে যদি মাঠ ম্যাচের জন্য প্রস্তুত না হয়, তাহলে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) মধ্যপ্রাচ্যের দুবাইতে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এই অচলাবস্থা সৃষ্টিতে পাক ক্রিকেট সংস্থাই দুষছে বিশেষজ্ঞমহল। ২০২১ সালেই আগামী দশটি আইসিসি টুর্নামেন্টের ভেন্যু ঘোষণা করে দেওয়া হয়েছিলো। মাঝে সাড়ে তিন বছর সময় পেলেও এতদিন কেন কোনো কাজ হয় নি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। বলা চলে এই মুহূর্তে ‘শিয়রে শমন’ পিসিবি’র। যুদ্ধকালীন তৎপরতায় যদি কাজ শেষ না করতে পারেন তাঁরা, সেক্ষেত্রে পাক বোর্ডের মুখ তো পুড়বেই, সাথে জলে যাবে ১২৬০ কোটি টাকাও।