পাক ক্রিকেটের ডামাডোল চলছে। গত বছর টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেন নি বাবর আজম’রা (Babar Azam)। হারতে হয়েছিলো অনামী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও। কোচ-ক্রিকেটারদের দ্বন্দ্ব ডুবিয়েছিলো তাদের। পরিস্থিতির কোনো উন্নতি হয় নি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025)। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও কোনো রকম প্রভাব ফেলতে পারে নি পাকিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে কোনোরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি শাহীন-রিজওয়ানরা (Muhammad Rizwan)। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় একটিও ম্যাচ না জিতেই বিদায় নিতে হয় তাঁদের। এই অচলাবস্থা কি করে কাটবে তার কোনো দিশা আপাতত পাক ক্রিকেটপ্রেমীদের দেখাতে পারছেন না পিসিবি কর্মকর্তারা। বারবার কেবল কোচ পরিবর্তনের পথেই হাঁটছেন তাঁরা।
Read More: IPL 2025 GT vs CSK Toss Report in Bengali: টসে জিতলো চেন্নাই, শেষ লীগ ম্যাচে বোলিং বিভাগে বড় পরিবর্তন গুজরাতের !!
সহকারী কোচকে বরখাস্ত করলো পাকিস্তান-

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে সীমিত ওভারের দুই ফর্ম্যাটে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। ভারতের হয়ে বিশ্বকাপ জিতলেও পড়শি দেশের হয়ে বেশীদিন দায়িত্ব সামলাতে পারেন নি তিনি। কুড়ি-বিশের বিশ্বকাপে দলের হতশ্রী পারফর্ম্যান্সের পরেই পাক ক্রিকেটের সাথে দূরত্ব বাড়তে শুরু করেছিলো তাঁর। সংবাদমাধ্যমের কাছে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ তুলে এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে সরবও হয়েছিলেন তিনি। দুই বছরের চুক্তি হয়েছিলো কার্স্টেনের সাথে। কিন্তু তার অনেক আগেই দায়িত্ব ছেড়ে দেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তনী। লাল বলের ক্রিকেটে অস্ট্রেলীয় প্রাক্তন পেসার জেসন গিলেসপিকে (Jason Gillespie) দায়িত্ব দিয়েছিলো পাক ক্রিকেট বোর্ড। কর্মকর্তাদের সাথে বিবাদের কারণে তিনিও দায়িত্বে টেকেন নি বেশীদিন।
দল নির্বাচন, ক্রিকেটীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো গুরুত্বই ছিলো না তাঁর মতবাদের। কোচিং নয় বরং ভিডিও অ্যানালিস্টের কাজ করতে হচ্ছিলো তাঁকে, দায়িত্ব ছাড়ার পর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বীতশ্রদ্ধ গিলেসপি (Jason Gillespie)। দলের অন্দরে পাক প্রাক্তনী আকিব জাভেদের প্রভাব’ও কার্স্টেন ও গিলেসপির সরে যাওয়ার অন্যতম কারণ বলে খবর মেলে সংবাদমাধ্যম সূত্রে। পরে পিসিবি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব’ও দেয় জাভেদকে। পারফর্ম্যান্সে যে কোনো উন্নতি হয় নি তার প্রমাণ মিলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই (CT 2025)। সামনেই বিদেশ সফর রয়েছে পাক দলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জুলাই-অগস্টে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ খেলতে যাবেন বাবর আজম’রা। তার আগে কোচ ছাঁটাইয়ের ধারাবাহিকতা বজায় রাখলো তারা। এবার বরখাস্ত করা হলো সহকারী কোচ আজহার মেহমুদকে (Azhar Mehmood)।
কোচিং স্টাফে রদবদল ভারতেও-

দিনকয়েক আগে কোচিং স্টাফে রদবদল করেছে টিম ইন্ডিয়াও। মুম্বইয়ের প্রাক্তনী অভিষেক নায়ারকে সহকারী হিসেবে নিজেই বেছে নিয়েছিলেন ‘মেন ইন ব্লু’ হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু মাস আটেকের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। টেস্টে দলের হতশ্রী পারফর্ম্যান্সের পর এমনিতেই আতসকাঁচের নীচে ছিলেন অভিষেক (Abhishek Nayar) পাশাপাশি অস্ট্রেলিয়া সফর চলাকালীন ড্রেসিংরুমের তথ্য ফাঁসেও নাম জড়িয়েছিলো তাঁর। ভারতীয় দল থেকে বরখাস্ত হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের ডাগ-আউটে নিজের জায়গা অবশ্য ফিরে পেয়েছেন তিনি। নায়ারের পাশাপাশি ভারতীয় দলের ফিল্ডিং প্রশিক্ষক টি.দিলীপ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত কার্যনির্বাহী ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন রায়ান টেন দুশখাতে। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং-এর দায়িত্ব পাচ্ছেন আদ্রিয়ান লে রু।