ভারতের কাছে হারের পর আইসিসির কাছে দরবার, পাকিস্তানের নাকে-কান্না ক্রিকেট মহলে চর্চায় !! 1

ভারত বর্তমানে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি দল। ফলে এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে তারা ধারাবাহিকভাবে জয় দিয়ে ইতিমধ্যেই সুপার ৪’এ পোঁছে গেছে। কিন্তু এর মধ্যেই নতুন করে পাকিস্তানের সঙ্গে বিতর্কে জড়িয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। রবিবার এই দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু ম্যাচে বিপক্ষ দলকে কোনো ধরনের সৌজন্যতা দেখাইনি ব্লু ব্রিগেডরা। যা নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা এবার আইসিসির (ICC) কাছে অভিযোগ জানিয়ে স্পষ্ট বার্তা দিলো।

Read More: দাবি না মানায় বয়কটের ঘোষণা PCB’এর, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান !!

বিতর্কের সূত্রপাত-

ভারতের কাছে হারের পর আইসিসির কাছে দরবার, পাকিস্তানের নাকে-কান্না ক্রিকেট মহলে চর্চায় !! 2
IND vs PAK | Images: Getty Images

এই বছর কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু দেশকে চমকে দিয়েছিল। এই হত্যার প্রতিবাদে ভারতীয় সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দেয়। প্রতিবেশী দেশের জঙ্গি ঘাঁটিগুলি উড়িয়ে দেয় তারা। এই ঘটনার পর ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান (IND vs PAK) এশিয়া কাপের টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে মাঠে নামে। কিন্তু টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং সালমান আলী আগা (Salman Ali Agha) একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেননি।

এরপর মাঠে পাকিস্তান ক্রিকেটাররা অপেক্ষা করলেও ম্যাচ জয়ের পর ভারতীয় ড্রেসিংরুম মুখের উপর বন্ধ করে দেওয়া হয়। যা নিয়ে বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে। তারা আঙ্গুল তুলেছে ম্যাচ আম্পায়ার অ্যান্ডি পাইক্রফ্টৈর (Andy দিকে। তিনি নাকি টসের সময় দুই দলের অধিনায়ককে হাত মেলাতে বারণ করেছিলেন। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে গেছে।

আইসিসির কাছে দরবার-

ভারতের কাছে হারের পর আইসিসির কাছে দরবার, পাকিস্তানের নাকে-কান্না ক্রিকেট মহলে চর্চায় !! 3
IND vs PAK | Images: Getty Images

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অপমানিত বোধ করায় ‌ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে। তারা আম্পায়ার অ্যান্ডি পাইক্রফ্টকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে। এর সঙ্গেই ম্যাচ রেফারির বিরুদ্ধে সময় মত ব্যবস্থা না নেওয়া এবং হ্যান্ডশেক বিতর্কের জন্য পিসিবি পরিচালক উসমান ওয়াহলাকে বরখাস্ত করা হয়েছে। বোর্ডের সূত্র অনুযায়ী আইসিসি যদি এই দাবি না মানে তাহলে পাকিস্তান এশিয়া কাপের পরবর্তী ম্যাচ বয়কট করবে।

এর মধ্যেই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “পিসিবি আইসিসির (ICC) কাছে অভিযোগ করেছে যে ম্যাচ আম্পায়ার কোড অফ কন্ডাক্ট ও ‘স্পিরিট অফ ক্রিকেট’এর আইন লঙ্ঘন করেছেন। তাকে অবিলম্বে এশিয়া কাপের মতো টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি আমরা।” এই রকম পরিস্থিতিতে সূত্র অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এর সঙ্গেই পাকিস্তানের প্রস্তাব আইসিসি মেনে নেয়নি বলেই জানা যাচ্ছে।

Read Also: “বিরাটের বায়োপিক বানাবো না..”, অনুরাগ কাশ্যপের বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *