একদিনেই ভোলবদল পাকিস্তান ক্রিকেট বোর্ডের, সালমান বাট'কে ছাঁটাই করলো PCB !! 1

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট দলে লেগেই চলেছে অশান্তি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আবার নতুন করে গড়ে উঠেছে। দলের নয়া হেড কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন মোহম্মদ হাফিজ (Mohammed Hafeez) ও তাছাড়া ইনজামাম উল হক (Inzamum Ul Haq) টুর্নামেন্টের মাঝপথে নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন বলে নির্বাচকদের তালিকায় রয়েছেন ওয়াহাব রিয়াজ (Wahab Riaz), সালমান বাট (Salman Butt) ও কামরান আকমল (Kamran Akmal)। তবে এবার ফিক্সিং করা সলমন বাটকে নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- বিরাটের উপর ক্রাশ খেলেন এই ইতালিয়ান ফুটবলার, সকলের সামনে রাখলেন হৃদয়ের কথা !!

সলমন বাটকে ছাঁটাই করলো PCB

Salman Butt, pcb
Salman Butt | Image: Getty Images

আগামী বছর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল সালমান বাটকে। ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে স্পট ফিক্সিং কান্ডে জড়িয়ে যান সলমন, নির্বাসন কাটিয়ে ২০১৬ সালে ফিরে আসেন ক্রিকেটে তবে, জাতীয় দলে ফিরে আসার হয়নি সুযোগ। ভাগ্যের পরিহাসে এই প্রতিভাবান ক্রিকেটারকে টাকার জন্য ক্যারিয়ারকে আলবিদাও ঘোষণা দিতে হয়েছিল। যে কারণেই এখনও তার উপর লেগে থাকা ‘ফিক্সার’ ট্যাগ সরানো সম্ভব হয়নি। প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেটের নয়া প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের (Wahab Riaz) পরামর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরই সরে দাঁড়ালেন সালমান বাট (Salman Butt)। গতকাল পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ একটি সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন নির্বাচনের পরামর্শক প্যানেল থেকে সলমন বাটের নাম প্রত্যাহার করা হচ্ছে।

ওয়াহাব রিয়াজ দিলেন বড় বয়ান

Wahab riaz, pcb
Wahab Riaz | Image: Getty Images

ওয়াহাবের (Wahab Riaz) বিরুদ্ধে অভিযোগও উঠেছিল যে, বাটের সঙ্গে ভালো বন্ধুত্ব থাকার জন্যই তাকে এই পদে শামিল করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে মন্তব্য করে ওয়াহাব বলেন, “আমার ভালো বন্ধু বাট, তাই সবাই ভাবছেন আমি তাকে অগ্রাধিকার দিয়েছি। PCB’র সুনাম এবং আমি আমার নিজের সততা বজায় রাখতে চাই। আমি এটা নিশ্চিত করতে চাই যে সলমন বাট এখন দল নির্বাচনের সাথে জড়িত থাকবেন না।” পাশাপাশি সাংবাদিকরা কামরান আকমলের সঙ্গে তার সম্পর্কের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, “কামরান ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, তবে সলমন বাটের সঙ্গে বিষয়টি ভিন্ন। আমি যাদের সঙ্গে খেলেছি তাদের সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে এমনকি তারা আমার বন্ধু।” তবে ইতিমধ্যেই সলমন বাটের পরিবর্তে পাকিস্তানের নির্বাচক প্যানেলে সামিল করা হয়েছে আসাদ সাফিককে (Asad Shafiq)।

আরও পড়ুন- বিরাটকে ছাপিয়ে গেল প্রিন্স শুভমান গিল, জিতলেন খেলার নেতা পুরস্কার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *