চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের নাক কাটার পর চাকরি হারালেন আকিব জাভেদ, নতুন কোচের সন্ধানে PCB !! 1

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের পরাজয়ের পর অফিশিয়াল ভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মঞ্চ থেকে ছিটকে গেল পাকিস্তান। মাত্র পাঁচ দিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফের মঞ্চ থেকে ছিটকে যেতে হল মোহাম্মদ রিজওয়ানের দলকে। এবার পাকিস্তানের করুণ পরিণীতির কারণে দলের প্রধান কোচ আকিব জাভেদ (Aaqib Javed) এবং সাপোর্টিং স্টাফের ছাটাই এর খবর প্রকাশ্যে এসেছে বেশ কিছুদিন আগেই পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন পুরুষ ক্রিকেটে প্রধান কোচ হয়েছিলেন আকিব জাভেদ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের এই পরিণতির পর প্রধান কোচেরও পরিবর্তন হতে চলেছে। পাশাপশি, PCB সহায়তা কর্মীদের বরখাস্ত করতে চলেছে বলে জানা গেছে।

ছাঁটাই হবেন আকিব জাভেদ

Champions trophy 2025
Aaqib Javed | Image: Getty Images

গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং ভারতের কাছে টানা দুই পরাজয়ের কারণে কোচিং ব্যবস্থায় এই পরিবর্তন অনার সিদ্ধান্ত নিয়েছে PCB। পিসিবির একটি সূত্রের খবর, জাতীয় নির্বাচক কমিটিকে ধরে রাখা হবে কিনা তা নিয়ে চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ড অফ গভর্নরদের সাথেও কথা বলবেন। সংবাদ সংস্থাটি PCB-কে জানিয়ে দিয়েছে, “স্পষ্টতই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের প্রদর্শন নিয়ে প্রতিক্রিয়া রয়েছে। লাল বল ও সাদা বলের জন্য আলাদা কোনো কোচ রাখা হবে কিনা সেবিষয়ে বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে একটি বিষয় নিশ্চিত যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সের পর বর্তমান সাপোর্ট স্টাফদের এখন পুনর্গঠন করা হবে।

Read More: পন্থের টানে দুবাইতে হাজির উর্বশী রাউতেলাও? স্টেডিয়ামেই কাটলেন জন্মদিনের কেক !!

তবে আকিব জাভেদের বদলে পাকিস্তান দল নতুন কোচ পাওয়া যাবে কিনা সে বিষয়ে চিন্তা রয়েছে PCB’র। সূত্রটি জানিয়েছে, “গত বছর থেকে বোর্ড যেভাবে কোচ ও নির্বাচকদের পরিবর্তন করেছে তাতে আবার এই পদ গুলোর পরিবর্তন করা হবে। তবে এই পদগুলির জন্য অন্য প্রার্থী খুঁজে বের করা একটি চ্যালেঞ্জ হবে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের পর দীর্ঘ ১৯ বছর বাদে পাকিস্তানের মাটিতে আইসিসি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড তাদের ৬০ রানে হারিয়েছিল এবং ভারতের বিরুদ্ধে ছয় উইকেটের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল পাকিস্তানকে।

নতুন কোচের সন্ধান করবে PCB

Mohsin Naqvi, champions trophy 2025, t20 world cup 2024, ipl,bcci
Mohsin Naqvi | Image: Getty Images

২০২৪ সালের শেষের দিকে গ্যারি কার্স্টেনের পদত্যাগের পর মহসিন নাকভি আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেন। এরপর অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রমুখ পেসার জেসন গিলিস্পিও লাল বলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর আকিবকে সাময়িকভাবে সেই পদও নিতে বলা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের জন্য ব্যাস্ত ছিল পাকিস্তান তাই কোনো স্থায়ী কোচের নিয়োগ করতে পারেনি পাকিস্তান। সূত্রটি আরও জানিয়েছে, “কার্স্টেন এবং গিলিস্পি পদত্যাগ করার পর পিসিবি বিদেশী কোচদের নিয়োগে আগ্রহী নয়। তাই সম্ভবত PCB প্রাক্তন খেলোয়াড়দের এই পদের জন্য বিবেচনা করবে।

Read Also: Champions Trophy 2025: পাঁচ দিনেই বিদায় পাকিস্তানের, আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন ‘অতিথি’ বাবর-রিজওয়ানরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *