'দেউলিয়া' হলো PCB, বিগত চার মাস ধরে বিনা বেতনেই খেলছে বাবর-রিজওয়ানরা !! 1

PCB: পুরুষ দল হোক কিংবা মহিলা দল হোক, সবসময় খবরের শিরোনামে থাকবেই পাকিস্তান ক্রিকেট দল। সদ্য পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম (Babar Azam) ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। এবার পাকিস্তানি ক্রিকেট দল নিয়ে আবারও একটি তথ্য সামনে উঠে আসলো।

চলতি সময়ে মহিলা ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে UAE’তে। আর টুর্নামেন্টের দ্বিতীয় খেলাতেই মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ জয়লাভকারী দল শ্রীলঙ্কাকে ৩১ রানে পরাস্ত করেছে পাকিস্তান নারী দল। পাকিস্তান নারী দলের দুর্দান্ত জয়ের পর সমাজ মাধ্যমে উঠে আসলো একটি চাঞ্চল্যকর তথ্য।

Read More: পাকিস্তান দলের দায়িত্বে নতুন অধিনায়ক, বাবর-শান’কে ছেঁটে ফেলছে PCB !!

দেউলিয়া হলো PCB

Mohsin Naqvi, champions trophy 2025, t20 world cup 2024, ipl
Mohsin Naqvi | Image: Getty Images

জানা গিয়েছে পাকিস্তানের নারী ও পুরুষ দলকে গত চার মাস ধরে তাদের বেতন দেয়নি PCB। ক্রিকবাজ সূত্রের খবর অনুযায়ী, গত ১ আগস্ট ২০২৩ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সাথে ২৩ মাসের চুক্তিতে আবদ্ধ খেলোয়াড়দের ২০২৪ সালের জুন মাস থেকে কোনো অর্থ প্রদান করা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হচ্ছে ভিন্ন ভিন্ন বিষয় সামলাতে গিয়েই তাঁরা বিপদে পড়েছেন। তবে পুরুষ ও মহিলাদের বেতন না পাওয়ার কারণ ভিন্ন বলেই জানানো হয়েছে।

চার মাস ধরে বিনা বেতনে খেলছেন বাবররা

Babar Azam, world cup 2023, pcb
Babar Azam | Image: Getty Images

সদ্য বাংলাদেশের কাছে ঘরের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে পাকিস্তান। বছরের শুরু থেকেই একের পর এক পরাজয়ের সাক্ষী থেকেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে USA’র মতন দলের কাছে পরাজিত হয়ে দলের মনোবল রিতিমতন ভেঙেই গিয়েছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে অতি-সাধারণ পারফরমেন্স দেখানোর পরেই বন্ধ হয়েছে বাবার’দের বেতন। পাশাপশি, কয়েকদিনের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে পাকিস্তান।

সূত্রের খবর অনুযায়ী এক পিসিবি কর্তা জানিয়েছেন, “বর্তমানে এতকিছু ঘটছে যে সব বিষয়ে সমাধান করাটা সম্ভব হয়ে উঠছে না। ঘরোয়া ক্রিকেটের কথা মাথায় রেখে একটা নতুন দল নির্বাচনের উপর জোর দেওয়া হবে। কয়েকটা বিষয়ের উপর নজর রাখা হবে তারপরেই বার্ষিক চুক্তি তৈরি করা হবে। তার জন্য একটু সময় লাগবে। সব সমস্যা মিটে গেলে বার্ষিক চুক্তি প্রকাশ্যে আনা হবে।

Read Also: “১৮ কোটি পাওয়ার কোনো যোগ্যতা…” হার্দিক পান্ডিয়ার উপর অসন্তুষ্ট টম মুডি, করলেন বেফাঁস মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *