ভারত বয়কট করায় WCL'এ অপমানিত পাকিস্তান দল, PCB নিলো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত !! 1

ঘরে-বাইরে সবদিক থেকে থেকেই ভারত পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক মহল নড়েচড়ে বসেছিল‌। রাজনৈতিক টানাপোড়নের মধ্যেই ভারত আর পাকিস্তানের বিপক্ষে কোন টুর্নামেন্টে মুখোমুখি হবে না বলে জল্পনা তৈরি হয়। বিসিসিআই (BCCI) ভারতীয় ভক্তদের আবেগকে সম্মান করবে বলেও জানিয়ে দেয়। এর মধ্যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL 2025) গুরুত্বপূর্ণ সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররা বয়কট জানান। এরপরেই অপমানিত হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

Read More: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!

পাকিস্তানকে বয়কট ভারতের-

ভারত বয়কট করায় WCL'এ অপমানিত পাকিস্তান দল, PCB নিলো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত !! 2
IND Champions vs PAK Champions | Images: Google

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL 2025) গত বছর ভারত এবং পাকিস্তান (IND vs PAK) ফাইনালে মুখোমুখি হয়েছিল। যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়। তবে সাম্প্রতিক সময় পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও অবনতি ঘটেছে। সন্ত্রাস এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না বলে স্পষ্ট জানিয়ে দেন শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মতো তারকারা। ফলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL 2025) মতো টুর্নামেন্টে লিগ পর্বের প্রথম ম্যাচেই ব্লু ব্রিগেডরা বয়কট ঘোষণা করেন।

শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “আমার কাছে দেশ সবার থেকে আগে। দেশের থেকে কোনো কিছুই আগে নয়।” এরপর সেমিফাইনালে দুই দেশের মুখোমুখি হ‌ওয়ার পরিস্থিতি তৈরি হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL 2025) গুরুত্বপূর্ণ সেমিফাইনাল‌ও ভারতীয় দল বয়কট করে। এর ফলে বর্তমানে পাকিস্তান এই টুর্নামেন্টের ফাইনালে সরাসরি পৌঁছে গেছে। আজ তারা এই গুরুত্বপূর্ণ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

নাম মুছতে চলেছে পাকিস্তান-

ভারত বয়কট করায় WCL'এ অপমানিত পাকিস্তান দল, PCB নিলো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত !! 3
Yuvraj Singh and Shahid Afridi | Images: Getty Images

প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারত (IND vs PAK) দু’বার না খেলার জন্য পিসিবি (PCB) রীতিমতো অপমানিত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র অনুযায়ী ভারতীয় দলের বয়কটে ‘পাকিস্তান’ নামটির অপমান হয়েছে বলে মনে করছেন পিসিবির কর্মকর্তারা। এর ফলে বৃহস্পতিবার একটি বৈঠকে তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

যে সমস্ত প্রাইভেট লিগে পাকিস্তান অংশগ্রহণ করে সেখানে কোন দল পাকিস্তানের নাম আর ব্যবহার করতে পারবে না। কোনো ফ্রাঞ্চাইজি যদি পাকিস্তান নামটি ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে আজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL 2025) ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স নামেই তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে‌‌। অন্যদিকে এই বছরে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ আয়োজন করা হয়েছে। কিন্তু এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।

Read Also: “দো ভাই, দোনো তাবাই…” ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং কৃষ্ণ-সিরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *