IPL'এর সামনে মাথা নত করল পাকিস্তান, বন্ধের পথে PSL !! 1

আইপিএলের (IPL 2026) মতো টুর্নামেন্টের জনপ্রিয়তা এবং আর্থিক প্রাচুর্য প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রতিবেশী দেশের ফ্রাঞ্চাইজি লিগগুলির দুর্দশা যেন কাটতেই চাইছে না। বর্তমানে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL 2025) একাধিক অপ্রত্যাশিত ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে। এই টুর্নামেন্টের অন্যতম দল চট্টগ্রাম রয়্যালসের মালিক তার মালিকানা ছেড়ে দেওয়ার কারণে বিপাকে পড়ে বিসিবি‌ (BCB)। এর মধ্যেই এবার আইপিএলের কারণে কার্যত বন্ধের মুখে পাকিস্তান প্রিমিয়ার লিগ (PSL 2026)।

Read More: BCCI’র বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে স্যালারি বাড়লো শুভমান গিলের, মরণ দশা রোহিত-বিরাটের !!

আইপিএলের চাপে পিএস‌এল-

Psl
Pakistan Super League (PSL) | Image: Getty Images

আইপিএলের আগামী মরসুমের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। সম্প্রতি মিনি নিলামের মধ্যে দিয়ে দলগুলি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের গড়ে তোলার কাজে মাঠে নেমে পড়েছে। এই বছর গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। এবার নিলামে তারা ২৫.২০ কোটি টাকার বিনিময়ে রেকর্ড দামে ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) মতো বিদেশী তারকাকে নিয়ে এসেছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেশের তরুণ ক্রিকেটারদের ওপরেই বেশি ভরসা রাখতে দেখা গেছে।

আগামী বছর আইপিএল ২৬ মার্চ থেকে শুরু হ‌ওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ৩১ মে অনুষ্ঠিত হবে। পাকিস্তান প্রিমিয়ার লিগের আগামী মরসুম‌ও ২৬ মার্চ থেকে অনুষ্ঠিত হবে বলেই খবর সামনে এসেছিল। তবে এবার আইপিএলের দাপটে পিছু হটেছে পিসিবি। তারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আগামী বছর ২৩ মার্চ থেকে শুরু করবে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) জানিয়েছেন যে ওইদিন ‘পাকিস্তান দিবস’ হ‌ওয়ার কারণে উদ্বোধনী অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই দিন পরিবর্তন আইপিএলের জনপ্রিয়তার ভয়েই ঘটেছে।

দল ছাড়লেন মালিক-

Psl
Pakistan Super League | Image: Getty Images

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো এবার পিএস‌এলেও (PSL 2026) একটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে হলো ক্রিকেট বোর্ডকে। মুলতান সুলতান্সের (Multan Sultans) মালিক ক্ষতির সম্মুখীন হ‌ওয়ায় এবং পিসিবির অব্যবস্থার কারণে দলটি ছেড়ে দিয়েছেন। ফলে এই মরসুমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানেই মাঠে নামবে মুলতান। তাদের উপযুক্ত প্রশিক্ষক দেবে পিসিবি।‌ চেয়ারম্যান নকভি বলেন, “এই বছর মুলতান সুলতান্স খেলবে পিসিবি’র পরিচালনায়।

টুর্নামেন্ট শেষ হলে আমরা নিলাম প্রক্রিয়া শুরু করব। তখন দলটিকে বিক্রি করা হবে। তার আগে পর্যন্ত সমস্ত দায়িত্ব বোর্ডের। আগামী আট-দশ দিনের মধ্যে একজন পেশাদার কর্মকর্তাকে নিয়োগ করা হবে। তিনি দলের সমস্ত বিষয়টি দেখবেন। আমরা একজন দক্ষ কোচ‌ও নিয়োগ করব।”

Read Also: বিরাট-রোহিত নয়, বাবর আজমকে বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিলেন গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *