Champions Trophy 2025: শেষ দল হিসেবে আসন্ন চম্পা ট্রফির জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান বাবর আজম নয় বরং রিজওয়ান এর নেতৃত্বে এই ১৫ জনের স্কোয়াড প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান দলে তরুণ খেলোয়াড় সাইম আয়ুবের (Saim Ayub) চোটের কারণে পাকিস্তান তাদের স্কোয়াড প্রকাশ করতে বিলম্বতা দেখিয়েছে। তবে সেই সাইম আয়ুবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করলো পাকিস্তান। প্রত্যাশা মতন পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান।
চোটের কারণে বাদ পড়লেন সাইম আয়ুব
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মঞ্চের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। আর সেই দলের নেতৃত্বের ভার এবার মোহম্মদ রিজওয়ানের হাতে তুলে দেওয়া হয়েছে। চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন সাইম আয়ুব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন সাইম আয়ুব। আপাতত লন্ডনে চিকিৎসারত রয়েছেন সাইম আয়ুব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণ ওপেনারের খেলার সম্ভাবনা না থাকায় শুক্রবার ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করল পাকিস্তান।
Read More: হার্ষিত রানা উইকেট পেতেই ডাগ আউটে তীব্র সেলিব্রেশন শুরু গৌতম গম্ভীরের, ভাইরাল ভিডিও !!
পাকিস্তান দলের ব্যাটসম্যানের কথা বলতে গেলে বাবর আজমের (Babar Azam) সঙ্গে ফখর জামানকে (Fakhar Zaman) আবার পাকিস্তান দলে ফিরিয়ে আনা হয়েছে। PCB কর্মকর্তাদের সঙ্গে বচসার জেরে দল থেকে বাদ পড়েছিলেন ফখর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির অবহে দলে ফিরিয়ে আনা হয়েছে ফখরকে। পাশাপশি, বাবরের জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ফরম্যাটে অভিষেক করা কামরান গুলাম (Kamran Gulam) সুযোগ করে দেওয়া হয়েছে। তাছাড়া দলে সুকগ পেয়েছেন সৌদি শাকিল ও তাইয়্যেব তাহির। স্পিন অলরাউন্ডারদের ভূমিকায় দেখা যাবে খুশদিল শাহ ও সালমান আলী আগাকে (Salman Ali Agha)।
জায়গা হলো না শাদাব খানের
উইকেট কিপারের ভূমিকায় রাখা হয়েছে ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান (Mohammed Rizwan) এবং উসমান খানকে (Usman Khan)। পেসার অলরাউন্ডারদের তালিকায় রাখা হয়েছে ফাহিম আশরাফ (Faheem Ashraf) এবং শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। স্পিন বোলারদের মধ্যে রাখা হয়েছে আবরার আহমেদকে রাখা হয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির হিরো শাদাব খানকে (Shadab Khan) রাখা হয়নি। পেসারদের মধ্যে হারিস রউফ (Haris Rauf), মোহাম্মদ হাসনাইন , নাসিম শাহকে (Naseem Shah) রাখা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান স্কোয়াড:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তাইয়্যেব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, পাকিস্তানকে গ্রুপ এ-তে রাখা হয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশকে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে। তাছাড়া, ২৩ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে। শেষমেশ বাংলাদেশের বিরুদ্ধে ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে।