এই মুহূর্তে ভারতীয় দল (Team India) ওডিআই খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর রয়েছে দিনকয়েকের বিরতি। তারপর টেস্টে বাংলাদেশের (Bangladesh Cricket Team) মুখোমুখি হবে তারা। টিম ইন্ডিয়ার ক্রীড়াসূচি বলছে যে পড়শি রাষ্ট্রের বিরুদ্ধে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে চলেছে তারা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা প্রথম টেস্ট ম্যাচটি। তারকা পেসার মহম্মদ শামি’র (Mohammed Shami) প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে এই ম্যাচটি। চোট সারিয়ে ফিরে শামি কেমন বোলিং করেন তা নিয়ে কৌতূহল রয়েছে। দ্বিতীয় টেস্টটি রয়েছে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-২০’ও খেলবে দুই দল। ভারত সফরে আসার আগে বাংলাদেশ যাচ্ছে পাকিস্তানে। সেখানেও দুটি টেস্ট খেলতে চলেছে তারা।
Read More: মাঠে ফিরছেন দীনেশ কার্তিক, RCB নয় বরং খেলবেন রাজস্থান ফ্র্যাঞ্চাইজির হয়ে !!
ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের-

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩-এর ডিসেম্বর ও ২০২৪-এর জানুয়ারিতে শেষবার টেস্ট ক্রিকেট খেলেছে পাকিস্তান। বিদেশের মাঠে রীতিমত বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিলো তাদের। ৩-০ হোয়াইটওয়াশ হয়েছিলো তারা। এরপর সীমিত ওভারের ফর্ম্যাটেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে নাস্তানাবুদ হয়েছে তারা। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকেই। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া বাবর আজম’রা (Babar Azam) ঘুরে দাঁড়াতে চাইবেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে। ঘরের মাঠে গত দেড়-দুই বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। কোনোক্রমে ড্র করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। যাবতীয় ব্যর্থতাকে পিছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় উপরের দিকে ওঠাই লক্ষ্য ‘মেন ইন গ্রিন’-এর।
নেতৃত্বে শান, দল ঘোষণা করলো পাকিস্তান-

আগামী ২১ অগস্ট থেকে শুরু হতে চলেছে পাকিস্তান বনাম বাংলাদেশ (PAKISTAN vs BANGLADESh) টেস্ট সিরিজ। মোট দুটি ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। খেলাগুলি হবে রাওয়ালপিণ্ডি ও করাচীর মাঠে। গতকাল এই সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। প্রত্যাশামতই নেতৃত্বে রয়েছেন শান মাসুদ (Shan Masood)। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে রয়েছেন তিনি। টেস্টেও তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশায় পাকিস্তান। সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে সাউদ শাকিল’কে (Saud Shakeel)। এছাড়া বাবর আজম, মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan), সাইম আইয়ুয, আবদুল্লাহ শফিক, সলমন আলি আঘা’র মত পরিচিত নামেরা রয়েছেন স্কোয়াডে। দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রাখা হয়েছে সরফরাজ আহমেদ’কে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারিস রউফকে (Haris Rauf) চেয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু লাল বলের ক্রিকেট খেলতে চান নি তিনি। বরং যোগ দিয়েছিলেন বিগ ব্যাশ লীগে। সেই নিয়ে বিতর্ক হয়েছিলো। ঘটনার মাস আটেক পর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টেস্ট দলে ঠাঁই হয় নি তাঁর। তবে বোলিং বিভাগে রয়েছেন শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। থাকছেন তরুণ প্রতিভা নাসিম শাহ’ও (Naseem Shah)। স্পিন বিভাগের ভার মূলত থাকতে চলেছে আবরার আহমেদের (Abrar Ahmed) কাঁধে। দলের সতেরোতম সদস্য হিসেবে রয়েছেন আমের জামাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে আহত তিনি। সিরিজ শুরু হওয়ার আগে ফিট হয়ে উঠলে পাবেন মাঠে নামার ছাড়পত্র।
এক নজরে সম্পূর্ণ পাক দল-
🚨 Pakistan squad for Bangladesh Tests and Shaheens side for first four-day against Bangladesh A announced 🚨
More details ➡️ https://t.co/IIKz5hxGJA
Pakistan men’s international 2024-25 season schedule 👉 https://t.co/H1nrxE5EQR#PAKvBAN pic.twitter.com/TLgyB4ajfB
— Pakistan Cricket (@TheRealPCB) August 7, 2024
অনিশ্চিত সিরিজের ভবিষ্যৎ-

এই মুহূর্তে বাংলাদেশের (Bangladesh) আভ্যন্তরীন পরিস্থিতি বিশেষ ভালো নয়। গণ অভ্যত্থানের পর পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লীগ সরকারের। আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। দেশে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা (Bangladesh Riots)। মূর্তি ভাঙা, সরকারী সম্পত্তি নষ্ট, সংখ্যালঘুদের উপর নির্যাতন, অগ্নিসংযোগের মত ঘটনা সামনে আসছে প্রতিনিয়ত। এমনকি বাংলাদেশ ক্রিকেট নিয়ামক সংস্থাতেও আমূল পরিবর্তনের সম্ভাবনা দেখা গিয়েছে এর মধ্যে। এই অচলাবস্থার মাঝে ক্রিকেট দলের পাকিস্তান সফর হয়ে পড়েছিলো অনিশ্চিত। এরই মধ্যে ক্রিকেটের স্বার্থে টাইগার্সদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে পিসিবি (PCB)। বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে নিয়ে আসার ক্ষেত্রে তারা বিসিবি’কে সাহায্য করবে বলে জানিয়েছে পাক ক্রিকেট নিয়ামক সংস্থা।