কপাল পুড়বে RCB'এর, বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে পাঞ্জাব নেবে ফাইনালে সরাসরি এন্ট্রি !! 1

IPL 2025: আজ চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (PBKS vs RCB)। গুরুত্বপূর্ণ ম্যাচটি চন্ডীগরের মুল্লানপুরে অনুষ্ঠিত হতে চলেছে। ১৪টি ম্যাচ খেলে দুই দলই ৯টি ম্যাচে জয় পেয়েছিল এবং ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল উভয় দলেরই। এই পরিস্থিতিতে উভয় দলের কাছেই ছিল ১৯টি করে পয়েন্ট। নেট রান রেটে শীর্ষে পৌঁছে গিয়েছিল পাঞ্জাব এবং দ্বিতীয় স্থানে গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ করে ব্যাঙ্গালুরু। আজকের হাইভোল্টেজ ম্যাচে যে দল জয়লাভ করবে সেই দল সরাসরি চলতি আইপিএলের ফাইনালে পৌঁছে যাবে। তবে, প্রথম কোয়ালিফায়ার হারলে সেই দলের কাছে আরও একটি সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালফায়ারে খেলার এবং মেগা ফাইনালে দলকে পৌঁছে দেওয়ার।

Read More: IPL 2025: ঘোর সঙ্কটে মুম্বই ইন্ডিয়ান্স, প্লে-অফ না খেলেই ফিরে গেলেন তিন বিদেশী ক্রিকেটার !!

ভেস্তে যাচ্ছে কোহলিদের ফাইনাল খেলার স্বপ্ন

Ipl 2025
PBKS vs RCB | Image: Getty Images

আজকের ম্যাচটি উভয় দলের কাছে গুরুত্বপূর্ণ হলেও বৃষ্টি যদি খেলায় ব্যাঘাত ঘটায় তাহলে কোন দলের কপাল পুড়বে ? আসলে প্লে-অফের ম্যাচ গুলির জন্য নেই কোনো অতিরিক্ত দিন। যে কারণে খেলা ভেস্তে গেলেও কোনো বাড়তি দিনে খেলা করানোর কোনো সম্ভাবনা নেই। তাই বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলে কি হবে ? তা জানিয়ে দিয়েছে বিসিসিআই।

মুল্লানপুরের আবহাওয়ার কথা বলতে গেলে, আজ দিনের বেলায় সর্বাধিক ৪১ ডিগ্রি তাপমাত্রা লক্ষ করা গিয়েছে। খেলা চলাকালীন বাতাসে ৪৫% আপেক্ষিক আদ্রতা লক্ষ করা যাবে। বৃষ্টি পাতের কোনো নাম গন্ধ নেই। তবুও যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু কপাল পুড়বে আরসিবির। সাথে সমস্যায় পড়বে মুম্বই ইন্ডিয়ান্স দলও। নেট রান রেটের দিক থেকে শীর্ষে রয়েছে পাঞ্জাব। তাই আরিসিবির বিরুদ্ধে আজকের ম্যাচ ভেস্তে গেলে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স দলকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। সেক্ষেত্রে এলিমিনেটরে যেই দল জিতবে তাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কপাল পুরলো মুম্বইয়েরও

mi-lost-3-stars-before-ipl-play-offs
Mumbai Indians | Image: Getty Images

তাছাড়া যদি এলিমিনেটরে মুখোমুখি হওয়া গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বৃষ্টি কাল হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সমস্যায় পড়বে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকায় তাঁরা চতুর্থ স্থানে রয়েছে, তাই এলিমিনেটরের ম্যাচ ভেস্তে গেলে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। তখন গুজরাত ও আরসিবির মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে।

Read Also: IPL 2025: RCB’র তুরুপের তাস এই তারকা, পাঞ্জাবকে হারিয়ে ফাইনাল করবেন কনফার্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *