আইপিএল ২০২৫ এর (IPL 2025) নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসেই। একদিকে চলবে অস্ট্রেলিয়া বনাম ভারতের টেস্ট সিরিজ তো অন্যদিকে চলবে আইপিএলের নিলাম। এবার ভারতের মাটিতে নয় বরং সৌদি আরবে বসতে চলেছে আইপিএল ২০২৫ নিলামের আসর। গত মাসের শেষ দিনে প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের আসন্ন আইপিএলের জন্য ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল। তালিকা অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় তারকা খেলোয়াড়দের ছাটাই করেছে তাদের ফ্রাঞ্চাইজি। যদিও বেশ কিছু খেলোয়াড়রা স্বেচ্ছায় তাদের দলত্যাগ করেছেন। গতবারের আইপিএল বিজেতা অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই নিলামের মঞ্চে তিনি তার নাম লিখিয়েছেন।
Read More: প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএল থেকে ব্যান হচ্ছেন বেন স্টোকস, হাতছাড়া হলো কোটি টাকা !!
নিলামের মঞ্চে নাম লিখিয়েছেন শ্রেয়স-পন্থরা
শুধু শ্রেয়াস নন, আরও কয়েকজন খেলোয়াড়রা রয়েছেন যারা আইপিএল নিলামে তার নাম লিখিয়েছেন। এবারের আইপিএলে শ্রেয়াসের (Shreyas Iyer) পাশাপাশি ঋষভ পন্থ (Rishabh Pant), কেএল রাহুলদের মতন তারকা ক্রিকেটাররা তাদের পুরানো ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছেন। আসন্ন আইপিএলে এই তিন তারকাকে অন্য কোন দলের হয়ে ক্যাপ্টেনসি করতে দেখা যাবে। আসন্ন আইপিএলের (IPL 2025) আগে ঋষভ পন্থকে নিয়ে একটি খবর সমাজ মাধ্যমে বেশ ঘোরাফেরা করছে। প্রসঙ্গত দিল্লি ক্যাপিটালস দলের অন্তদ্বন্ধের জন্য ফ্রাঞ্চাইজি ত্যাগ করেছেন তিনি। দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে বহু বছরের সম্পর্ক ছিন্ন করে ঋষভ নিলামের মঞ্চে নিজের নাম লেখালেন। ২০২১ সাল থেকে ফ্রাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করছেন তিনি, এই সময় কালে তিনিই দলের হয়ে সর্বাধিক রানও বানিয়েছেন।
পন্থকে কিনতে টাকার বৃষ্টি করবেন প্রীতি
তিনি দলের হয়ে সফল হওয়ার পরেও তিনি আর দিল্লি ক্যাপিটালস ফ্রাঞ্চাইজির অঙ্গ হতে চাইছেন না। সূত্রের খবর, এবার পন্থকে কিনতে মোরিয়া হয়ে উঠেছে পাঞ্জাব কিংস। পন্থকে দলে শামিল করেই দম নেবে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস দলের নতুন প্রধান কোচ হয়েছেন রিকি পন্টিং (Ricky Ponting)। তিনি ফ্রাঞ্চাইজিফ মুখ হওয়ার পর থেকেই আগামী সিদ্ধান্ত গুলো তাকেই নিতে হবে। দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে পন্টিংয়ের কোচিংয়েই বড় হয়েছেন পন্থ, তাছাড়া পন্টিংয়ের সঙ্গে ঋষভ পন্থের বেশ সুমধুর সম্পর্ক। তাই, কোচ রিকি পন্টিং ঋষভ পন্থকে দলে শামিল করতে মোরিয়া হয়ে লড়াই চালাবেন নিলামের মঞ্চে। পন্থ আইপিএলে দিল্লির হয়ে ১১১টি ম্যাচ খেলেছেন, ৩৫.৩১ গড়ে এবং ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে পন্থ ৩২৮৪ রান বানিয়েছেন। তার নেতৃত্বে ২০২১ সালে দিল্লি দ্বিতীয় কোয়ালিফারায় পর্যন্ত পৌঁছেছিল।