IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর ৩৭তম ম্যাচটি পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার দুই দল ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে এক বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয়েছিল। একদিন বাদেই আবার গুরুত্বপূর্ণ লড়াইয়ে আবার মুখোমুখি হলো দুই দল। এই ম্যাচটি মুল্লানপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই মৌসুমে দুই দলই বেশ দারুন প্রদর্শন দেখাচ্ছে। টস জেতেন আরসিবির দলের অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। টস জিতে অধিনায়ক রজত পাতিদার বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
শেষ ম্যাচে যখন দুই দল মুখোমুখি হয়েছিল তখন পাঞ্জাব কিংস ব্যাঙ্গালুরুর ঘরের মাটিতে তাদেরকে ৫ উইকেটে পরাস্ত করেছিল। পাঞ্জাবের পক্ষ থেকে প্রথমে ব্যাটিং করতে আসেন দলের দুই ওপেনার প্রভশিমরন সিং এবং প্রিয়ান্স আর্য। দুজনই পাওয়ার প্লেতে আগ্রাসী রূপ ধারণ করেন। ব্যাট হাতে ১৫ বলে ২২ রানের ইনিংস খেলেছিলেন প্রিয়ান্স এবং শিমরন ১৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৩ রান বানিয়ে পাওয়ার প্লে শেষ হতে না হতেই উইকেট হারান। ক্রুনাল পান্ডিয়ার দুরন্ত স্পেলের শিকার হন দুজনেই। পাওয়ার প্লেতে অবশ্য ৬২ রান বানিয়ে ফেলেছিল পাঞ্জাব।
Read More: শেষ ওভারে হাতে চোট পেলেন আবেশ খান, চিন্তার ভাঁজ লখনৌয়ের কপালে !!
১৫৭ রানে শেষ হলো পাঞ্জাবের ব্যাটিং

কঠিন উইকেটে গতদিন পাঞ্জাব কলকাতা নাইট রাইডার্স ১১১ রানে গুটিয়ে গিয়েছিল। আজকেও তাদের পরিস্থিতি ঠিক সেই দিকেই যাচ্ছিল। ক্যাপ্টেন শ্রেয়স ১০ বলে ৬ রান বানিয়ে RCB-এর জার্সিতে অভিষেক করা রোমারিও শেফার্ড’এর বলে উইকেট হারিয়ে ফেলেন। ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাঞ্জাব কিংস। এরপর জোশ ইংলিশ কঠিন সময়ে ১৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২৯ রান বানান। ইংলিশ আউট হতেই ব্যাটিং করতে আসেন মার্কাস স্টয়নিস। তবে, তাকেও দ্রুত প্যাভিলিয়নে ফেরান সুয়াশ শর্মা।
শেষের দিকে পাঞ্জাবের হয়ে সর্বাধিক ৩৩ বলে ৩১ রান বানান শশাঙ্ক সিং এবং মার্কো জেনসেনের ২০ বলে ২৫ রানের ইনিংসে পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান বানাতে সক্ষম হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া ও সুয়াশ শর্মা। পাশাপশি, একটি উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড।