আজ আইপিএল ২০২৫ (IPL 2025) এর ৫৪ তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস (PBKS vs LSG)। দুই দল এই মৌসুমে দ্বিতীয় বারের জন্য মুখোমুখি হয়েছে। আজ রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ৩৭ রানে জয় সুনিশ্চিত করেছে পাঞ্জাব দল। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লখনৌ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। প্রথম ওভারে প্রিয়ান্স আর্যর উইকেট পেলেও পন্থদের বিরুদ্ধে আজ পথের কাঁটা হয়ে ওঠেন পাঞ্জাব কিংসের ওপেনার ব্যাটসম্যান প্রভশিমরন সিং (Prabhsimran Singh)।
ব্যাট হাতে রুদ্ধশ্বাস ইনিংস খেললেন তিনি। কেবলমাত্র ৪৮ বলে ছয়টি চার এবং সাতটি ছক্কার বিনিময়ে ৯১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ক্যাপ্টেন শ্রেয়াস আইআর (Shreyas Iyer) ২৫ বলে ৪৫ রানের দুর্দান্ত একটি ক্যামিও খেলেন শ্রেয়স। দলের হয়ে ১৪ বলে ৩০ বানান জোশ ইংলিশ এবং ১৫ বলে ৩৩ রানের দুরন্ত ইনিংস খেলেন শশাঙ্ক সিং (Shashank Singh)। প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩৬ রান বানিয়ে ফেলে পাঞ্জাব দলটি।
যদিও পাহাড় সমান এই রাম তাড়া করতে এসে একের পর এক উইকেট হারাতে শুরু করে লখনউ দল। খাতা না খুলেই ৫ বলে প্যাভিলিয়নে ফেলেন মিচেল মার্স (Mitchell Marsh) আবার একবার অর্ষদীপ সিং (Arshdeep Singh) এর শিকার হন তিনি। পাওয়ার প্লের ভিতরে এই তিনটি উইকেট হারিয়ে ফেলে তারা। মার্কারামকে ১৩ রানে এবং নিকোলাস পুরানকে মাত্র ছয় রানে সাজঘরের পথ দেখান অর্ষদীপ। কঠিন সময়ে দল রক্ষার দায়িত্ব আসে অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) উপর। তবে পন্থ ১৭ বলে ১৮ রান বানিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন। লখনৌ দলের হয়ে সর্বাধিক পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলেন আয়ুশ বাদনী।
Read More: IPL 2025: পাঞ্জাবের বিরুদ্ধে ১৮ রানেই উইকেট হারালেন ঋষভ পন্থ, দর্শকাশনে মেজাজ হারালেন সঞ্জীব গোয়েঙ্কা !!
৩৭ রানে ম্যাচ জিতলো পাঞ্জাব

শেষের দিকে ২৪ বলে দুটি চার এবং চারটি ছক্কায় ৪৫ জনের আব্দুল সামাদ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করতে পারে লখনৌ। পাঞ্জাব দলের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন অর্ষদীপ সিং, দুটি উইকেট পেয়েছেন আজমতুল্লাহ ওমরযাই এবং একটি করে উইকেট নেন মার্কো জেনিসেন ও জুজভেন্দ্র চাহাল। ৩৭ রানে আজকের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসলো পাঞ্জাব। অন্যদিকে সপ্তম স্থানে বহাল থাকলো পন্থের লখনৌ।