IPL 2024: আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে পরাজিত করেছে পাঞ্জাব কিংস (Lucknow Super Giants vs Punjab Kings)। ব্যাট হাতে পাঞ্জাবের হয়ে প্রভসিমরান সিং (Prabhsimran Singh) এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দুরন্ত ব্যাটিং করে জয় নিশ্চিত করেন। এর পরেই লখনউ অধিনায়ক ঋষভ পান্থ (Rishabh Pant) সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এই বছর মেগা নিলামে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা দিয়ে লখনউ পান্থকে (Rishabh Pant) দলে নিয়েছিল। আইপিএল শুরুর আগে পঞ্জাব কিংস (PBKS) দলকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন এই তারকা ব্যাটসম্যান। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যোগ্য জবাব দিলো শ্রেয়স আইয়ারের দল।
Read More: RCB vs GT: বাদ রহুল তেওয়াটিয়া, বেঙ্গালুরুর বিপক্ষে দলে এন্ট্রি নিচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার !!
পান্থকে কটাক্ষ পাঞ্জাবের-

২০২৫ আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকার বিনিময়ে রেকর্ড দামে ঋষভ পান্থকে (Rishabh Pant) দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। অন্যদিকে ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পাঞ্জাব কিংসে জায়গা করে নিয়েছিলেন। এই মেগা নিলামের পর এক সাক্ষাৎকারে ঋষভ পান্থ (Rishabh Pant) বলেছিলেন যে তিনি পাঞ্জাব কিংসে যাতে না যান সেই জন্য প্রার্থনা করেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক বলেছিলেন, “আমার শুধু একটি দলকে নিয়েই চিন্তা ছিল সেটা হলো পাঞ্জাব (হাসি)। মেগা নিলামে তাদের কাছে সবচেয়ে বেশি টাকা ছিল। যখন শ্রেয়স পাঞ্জাবে যায় তখন মনে হয়েছিল আমি লখনউ সুপার জায়ান্টসে (LSG) জায়গা পেতে পারি।” গতকাল ৮ উইকেটে লখনউয়ের ঘরের মাঠে জয় তুলে নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ঋষভ পান্থের (Rishabh Pant) বক্তব্যটি নিয়ে কটাক্ষ করে পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়স আইয়ারের একটি ভিডিও পোস্ট করে তারা লেখে, “আমাদের চিন্তা তো মেগা নিলামেই শেষ হয়ে গিয়েছিল।” এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে।
দুরন্ত ফর্মে পাঞ্জাব কিংস-

এই বছর আইপিএলে পাঞ্জাব কিংস (PBKS) প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে ১১ রানে জয় তুলে নেয়। ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৪২ বলে অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এরপর দ্বিতীয় ম্যাচে লখনউকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। এই ম্যাচেও ৩০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স। ওপেনার প্রভসিমরান সিংয়ের (Prabhsimran Singh) ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬৯ রান। ফলে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন। পাঞ্জাব পরবর্তী ম্যাচে ৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে।