LSG vs PBKS: বাদ ম্যাক্সওয়েল, পাঞ্জাবের মিডল অর্ডারকে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা ব্যাটসম্যান !! 1

IPL 2025: এই বছর আইপিএলে পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের (Punjab Kings vs Gujarat Titans) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ১১ রানে পাঞ্জাব জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার তারা লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি হবে। এই ম্যাচের আগে একাদশকে আরও শক্তিশালী করার জন্য নতুন করে হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting) ভাবনাচিন্তা শুরু করেছেন। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) গুজরাটের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে যান। বল হাতেও তিনি চমক দেখতে পারেননি। ফলে এই তারকা অলরাউন্ডারকে নিয়ে পাঞ্জাব শিবির রীতিমতো চিন্তার মধ্যে রয়েছে।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

LSG vs PBKS: বাদ ম্যাক্সওয়েল, পাঞ্জাবের মিডল অর্ডারকে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা ব্যাটসম্যান !! 2
Shreyas Iyer and Ricky Ponting | Image: Getty Images

লখনউ সুপার জায়ান্টস (LSG) বনাম পাঞ্জাব কিংস (PBKS)

ম্যাচ নং- ১৩

তারিখ- ০১/০৪/২০২৫

ভেন্যু- একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

LSG vs PBKS: বাদ ম্যাক্সওয়েল, পাঞ্জাবের মিডল অর্ডারকে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা ব্যাটসম্যান !! 3
Ekana Cricket Stadium| Image: Getty Images

একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ ধীর গতির হওয়ায় স্পিনাররা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে এই স্টেডিয়ামে ব্যাটসম্যানদের দ্রুত রান তুলতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়। পেসাররাও ম্যাচের শুরতে প্রভাব বিস্তার করে থাকেন। এখনও পর্যন্ত আইপিএলে একানা ক্রিকেট স্টেডিয়ামের ১৪ টি ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং করা দল ৭ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৬ বার জয়লাভ করেছে। ১ টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আইপিএলে একানা ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় রান হলো ১৬৮।

পাঞ্জাব কিংস একাদশের শক্তিশালী দিক-

LSG vs PBKS: বাদ ম্যাক্সওয়েল, পাঞ্জাবের মিডল অর্ডারকে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা ব্যাটসম্যান !! 4
Shreyas Iyer | Image: Getty Images

পাঞ্জাব কিংসের হয়ে নতুন অধিনায়ক হিসেবে মাঠে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি ৪২ বলে অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে বোলিং বিভাগে গুজরাটের বিপক্ষে আর্শদীপ সিং (Arshdeep Singh) ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন। ফলে লখনউয়ের বিপক্ষেও এই পেসার জ্বলে উঠতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) মেগা নিলামে ১৮ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। এই অভিজ্ঞ স্পিনারও শক্তিশালী পারফর্মেন্স করে দলকে জয় এনে দিতে পারেন।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-

LSG vs PBKS: বাদ ম্যাক্সওয়েল, পাঞ্জাবের মিডল অর্ডারকে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা ব্যাটসম্যান !! 5
PBKS | Image: Getty Images

ওপেনার: প্রভসিমরান সিং, প্রিয়াংশ আর্য

মিডল অর্ডার: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, নেহাল ওয়াধেরা

ফিনিশার: মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, সূর্যাংশ শেডগে

বোলার: আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মার্কো জানসেন

উইকেটকিপার: প্রভসিমরান সিং

ইম্প্যাক্ট প্লেয়ার: বিজয়কুমার বৈশক/গ্লেন ম্যাক্সওয়েল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *