KKR vs PBKS: বাদ মার্কাস স্টয়নিস, কেকেআরের বিপক্ষে পাঞ্জাব একাদশে এন্ট্রি নিচ্ছেন এই বিদেশি অলরাউন্ডার !! 1

IPL 2025: পাঞ্জাব কিংস (Punjab Kings) এই বছর আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করছে। তবে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটে হারের সম্মুখীন হয়েছে। শনিবার টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে মাঠে নামবে। ফলে এই ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য নতুন করে ছক সাজাচ্ছেন পাঞ্জাবের প্রধান কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। দলের অন্যতম তারকা মার্কাস স্টয়নিস এখনও পর্যন্ত ব্যাট হাতে বড়ো ইনিংস গড়তে পারেননি। ফলে তাকে নিয়ে ইতিমধ্যেই কর্মকর্তারা ভাবনাচিন্তা শুরু করেছেন।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

KKR vs PBKS: বাদ মার্কাস স্টয়নিস, কেকেআরের বিপক্ষে পাঞ্জাব একাদশে এন্ট্রি নিচ্ছেন এই বিদেশি অলরাউন্ডার !! 2
Shreyas Iyer | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম পাঞ্জাব কিংস (PBKS)

ম্যাচ নং- ৪৪

তারিখ- ২৫/০৪/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

Read More: অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !!

ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট-

KKR vs PBKS: বাদ মার্কাস স্টয়নিস, কেকেআরের বিপক্ষে পাঞ্জাব একাদশে এন্ট্রি নিচ্ছেন এই বিদেশি অলরাউন্ডার !! 3
Eden Gardens | Image: Getty Images

ইডেন গার্ডেন্সের পিচ আইপিএলে ব্যাটিং বান্ধব হিসাবে পরিচয় তৈরি করেছে। তবে মাঝের ওভারগুলিতে স্পিনাররা পিচ থেকে সাহায্য নিয়ে ম্যাচের রঙ বদলে দিতে পারেন। শেষ ম্যাচে এই মাঠে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে গুজরাট ১৯৮ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে আজিঙ্কা রাহানে ৩৯ রানে হারের সম্মুখীন হয়। এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সের পিচে আইপিএলের মোট ৯৬ টি ম্যাচ আয়োজন করা হয়েছে। তার মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং করা দল ৪০ টি ম্যাচে জয়লাভ করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৫৬ টি ম্যাচে। ১৬৬ হলো ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ইনিংসের গড় রান।‌

পাঞ্জাব কিংস একাদশের শক্তিশালী দিক-

KKR vs PBKS: বাদ মার্কাস স্টয়নিস, কেকেআরের বিপক্ষে পাঞ্জাব একাদশে এন্ট্রি নিচ্ছেন এই বিদেশি অলরাউন্ডার !! 4
Priyansh Arya | Image: Getty Images

শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের সম্মুখীন হলেও পাঞ্জাবের হয়ে দুই ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ১৫ বলে ২২ রান এবং প্রভসিমরান সিং (Prabhsimran Singh) ১৭ বলে ৩৩ রান সংগ্রহ করে দ্রুতগতিতে রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। প্রিয়াংশ ইতিমধ্যেই চলতি আইপিএলে দুরন্ত শতরান করে নজর কেড়েছেন। ফলে এই দুই ওপেনার ইডেন গার্ডেন্সের পিচে জ্বলে উঠতে পারেন। অন্যদিকে আর্শদীপ সিং (Arshdeep Singh) এই বছর আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ১১ টি উইকেট সংগ্রহ করেছেন। এই তারকা পেসার কলকাতার বিপক্ষে চাপ সৃষ্টি করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।‌

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-

KKR vs PBKS: বাদ মার্কাস স্টয়নিস, কেকেআরের বিপক্ষে পাঞ্জাব একাদশে এন্ট্রি নিচ্ছেন এই বিদেশি অলরাউন্ডার !! 5
PBKS | Image: Getty Images

ওপেনার: প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং

মিডল অর্ডার: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, জশ ইংলিশ

ফিনিশার: শশাঙ্ক সিং, অ্যারন হার্ডি

বোলার: মার্কো জানসেন, আর্শদীপ সিং, জেভিয়ার বার্টলেট, যুজবেন্দ্র চাহাল

উইকেটকিপার: জশ ইংলিশ

ইম্প্যাক্ট প্লেয়ার- হারপ্রীত বার/মার্কাস স্টয়নিস

Read Also: হারতে থাকা KKR-কে আশার আলো দেখালেন সুরেশ রায়না, বলে দিলেন ট্রফি জয়ের গোপন টিপস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *