IPL 2025: এই বছর আইপিএলে ইতিমধ্যে ক্রিকেটাররা দাপট দেখাতে শুরু করেছেন। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) হয়ে ব্যাট হাতে এই বছর টুর্নামেন্টের প্রথম শতরান করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। চলমান আইপিএলের পঞ্চম ম্যাচে মঙ্গলবার পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের (Punjab Kings vs Gujarat Titans) বিরুদ্ধে মাঠে নামবে। মেগা নিলামে পাঞ্জাব ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে নিয়েছে। গত বছর তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার এই তারকা ক্রিকেটারের নেতৃত্বে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শক্তিশালী একাদশ নিয়ে আইপিএলের প্রথম ম্যাচে নামবে পাঞ্জাব কিংস।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

গুজরাট টাইটান্স (GT) বনাম পাঞ্জাব কিংস (PBKS)
ম্যাচ নং- ০৫
তারিখ- ২৫/০৩/২০২৫
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশেষ করে ব্যাটসম্যানরা সুবিধা পেয়ে থাকেন। ফলে গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের (GT vs PBKS) ম্যাচে বড়ো স্কোর লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। এই স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৭। এখনও পর্যন্ত গুজরাট টাইটান্সের হোম গ্ৰাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ৩৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ১৫ টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল এবং ২০ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। ফলে টসে জয়ী অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস-

গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচের দিন আহমেদাবাদের আকাশ পরিস্কার থাকবে। ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা গড়ে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। গড়ে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১২ কিমি। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে মাঝারি।
ইনজুরি আপডেট-

এই বছর আইপিএলের মেগা নিলামে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসনকে পাঞ্জাব কিংস ২ কোটি টাকার বিনিময়ে দলে নেয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি চলাকালীন তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। যার ফলে এই কিউই তারকা চ্যাম্পিয়নস ট্রফিতেও নিউজিল্যান্ডের হয়ে জাতীয় দলেও জায়গা পাননি। বর্তমানে লকি ফার্গুসন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাই আইপিএলের প্রথম দিকে এই তারকা পেসারের উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছেন।
GT vs PBKS ম্যাচের লাইভ স্ট্রিমিং-
গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ সহ আইপিএলের সমস্ত ম্যাচ টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সম্প্রচারিত হবে। এছাড়াও এই গুরুত্বপূর্ণ ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলি অনলাইনে জিওহটস্টারে সরাসরি দেখা যাচ্ছে।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ-

ওপেনার: প্রভসিমরান সিং, জশ ইংলিশ
মিডল অর্ডার: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস
ফিনিশার: শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা
বোলার: হারপ্রীত ব্রার, মার্কো জ্যানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
উইকেটকিপার: জশ ইংলিশ
ইম্প্যাক্ট প্লেয়ার: যশ ঠাকুর, কুলদীপ সেন