হায়দ্রাবাদের বিপক্ষে হারলো RCB, লক্ষ্মীলাভ হলো পাঞ্জাব কিংসের !! 1

IPL 2025: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) এখনও পর্যন্ত আইপিএলে একবার‌ও ট্রফি জয় করতে পারেনি। তবে এই ফ্রাঞ্চাইজিকে নিয়ে প্রতিবছর ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। চলতি আইপিএলে (IPL 2025) প্রথম থেকেই আরসিবি (RCB) দুরন্ত ফর্মে রয়েছে‌। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে রজত পাটিদারের (Rajat Patidar) দল প্লে অফে পৌঁছাবে বলে ক্রিকেট সমর্থকরা মনে করেছিলেন। শেষ চারের জায়গা পাকা হলেও সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে শেষ ম্যাচে হেরে ধাক্কা খেয়েছে আরসিসি। এর ফলে পাঞ্জাব কিংস (PBKS) প্লে অফের আগে অনেকটাই সুবিধা পেয়ে গেলো।

Read More: বাদ ভেঙ্কটেশ আইয়ার, ২০২৬ আইপিএলের আগেই এই প্রাক্তন তারকাকে ফিরিয়ে আনছে KKR !!

হায়দ্রাবাদের বিপক্ষে হার আরসিবির-

হায়দ্রাবাদের বিপক্ষে হারলো RCB, লক্ষ্মীলাভ হলো পাঞ্জাব কিংসের !! 2
RCB vs SRH | Images: Getty Images

লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেতে চাইছিল বিরাট কোহলির (Virat Kohli) দল। কিন্তু হায়দ্রাবাদের হয়ে ব্যাটিং বিভাগে জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি ৪৮ বলে অপরাজিত ৯৪ রান সংগ্রহ করেন। এই তারকার ব্যাট থেকে আসে যায় ৭ টি চার এবং ৫ টি ছয়‌। ফলে প্রথম ইনিংসে এই রানে ভর করে ২৩১ রান তুলে নেয় হায়দ্রাবাদ। এই রান তাড়া করতে নেমে বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিল সল্ট (Phil Salt) দুরন্ত লড়াই চালালেও ৪২ রানে হারের সম্মুখীন হয় আরসিবি (RCB)। এর ফলে বর্তমানে ১৩ ম্যাচের মধ্যে ৪ ম্যাচের হারের সম্মুখীন হয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছে বেঙ্গালুরু। পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করতে হলে ১৪ মে লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে জয় তুলে নিতেই হবে রজত পাটিদারদের। তবে এই হারের ফলে বেঙ্গালুরুর একাধিক সমস্যা সামনে উঠে এসেছে। প্লে অফে ঘুরে দাঁড়াতে হলে বিশেষগুলিকে তাদের গুরুত্ব দিতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য গত বছর আইপিএলে প্লে অফে রাজস্থান রয়্যালসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আরসিবি।

সুবিধা পেলো পাঞ্জাব কিংস-

হায়দ্রাবাদের বিপক্ষে হারলো RCB, লক্ষ্মীলাভ হলো পাঞ্জাব কিংসের !! 3
PBKS | Images: Getty Images

হায়দ্রাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ৪২ রানে হারের সম্মুখীন হ‌ওয়ার পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস (PBKS)। তারা বর্তমানে ১২ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ দুই ম্যাচে পাঞ্জাব কিংস যদি দিল্লি ক্যাপিটালস (DC) এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে (MI) হারাতে পারে তাহলে তারা লিগ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করবে। উল্লেখ্য গুজরাট টাইটান্স (GT) এবং লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে জয় তুলে নিয়ে এই বছর আইপিএলে (IPL 2025) যাত্রা শুরু করেছিল পাঞ্জাব কিংস (PBKS)। তারপর তারা ৫ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নেয়। এরপর ধারাবাহিকতা বজায় রেখে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ১১ বছর পর আইপিএলের প্লে অফে প্রবেশ করে ট্রফি জয়ের আশা তৈরি করেছে প্রীতি জিন্টা (Preity Zinta) দল। ব্যাট হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। তিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টে ১২ ম্যাচের মধ্যে ৪৩৫ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৪ টি অর্ধশতরান।

Read Also: “আমি খেলতে পারবো না…” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে সরে দাঁড়ালেন জসপ্রীত বুমরাহ, BCCI-এর মুখের উপর করলেন মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *