ভারতীয় ক্রিকেট মানেই বিশাল বাজার। ক্রিকেট মাঠ থেকে শুরু করে ক্রিকেটারদের ব্যাট, জার্সি সবকিছুতেই স্পনসরশিপের হুড়োহুড়ি। জনপ্রিয় বেটিং কোম্পানি ড্রিম ইলেভেন এতদিন টিম ইন্ডিয়ার জার্সি স্পন্সর ছিল। এবার সেই ড্রিম ইলেভেনকে ভারত সরকার ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই পরিস্থিতিতে নতুন স্পনসর খুঁজতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড আজ সকালেই জানিয়ে দিয়েছে তাঁরা ড্রিম ইলেভেনের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি ভাঙছে এবং তাঁর ভবিষ্যতে এই ধরণের কোনো সংস্থার সঙ্গে চুক্তি করবে না।
ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো টিম ইন্ডিয়া

তবে, এই কঠিন সময়ে বিসিসিআইয়ের সহায়তায় এগিয়ে আসলো বাবা রাম দেবের পতঞ্জলি আয়ুর্বেদ। এক সূত্র জানিয়েছে, এবার পতঞ্জলি আয়ুর্বেদ টিম ইন্ডিয়ার নতুন কিট স্পনসর হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। ভারতের সঙ্গে, এর আগে এডিডাস, নাইকি বা এমপিএল-এর মতো বড় ব্র্যান্ডরা দায়িত্ব পালন করেছিল। তবে, এবার স্বদেশী ব্রান্ডের সঙ্গেই চুক্তি করার কথা প্রকাশ্যে আসছে। বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ ইতিমধ্যেই এফএমসিজি সেক্টরে বড় নাম। এবার তাঁরা ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু ব্যাবহার করে নিজেদের আরও বিস্তৃত করতে চাইছে। ক্রিকেট যেহেতু ভারতের সবথেকে জনপ্রিয় খেলা সেই কারণে ক্রিকেটে বিনিয়োগ করতে বেশি পছন্দ করছে পতঞ্জলি। তবে, বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করা মানেই কয়েক হাজার কোটি টাকার বিজ্ঞাপনমূল্য। ঠিক সেই কারণেই পতঞ্জলি এই দৌড়ে নামছে বলে জানা যাচ্ছে। তবে প্রতিযোগিতা এবার ভীষণ কঠিন। কেবল পতঞ্জলি নয়, শীর্ষ কর্পোরেট হাউসগুলোও এ দৌড়ে রয়েছে।
Read More: টিম ইন্ডিয়ার জন্য আত্মত্যাগ শ্রেয়সের, তবুও BCCI-এর বঞ্চনার শিকার মুম্বই তারকা !!
বাবা রামদেবের পতঞ্জলি বাড়িয়েছে হাত

রয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। যদিও, রিলায়েন্স জিও আইপিএলে দল গুলির জার্সির স্পন্সর। তাছাড়াও, মুকেশ আম্বানির আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স নামে দলও রয়েছে। জিও কিট স্পনসর হলে টিম ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। কিট স্পন্সর হতে এগিয়ে আসছে আদানি গ্রুপও। বিগত কয়েক বছরে, গৌতম আদানির কোম্পানি খেলাধুলায় বেশ কৌতুহল দেখিয়েছে। ব্যবসার উন্নতিতে তারাও কিট স্পন্সর হতে প্রস্তুত। দৌড়ে টাটা গ্রুপ ও রয়েছে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে টাটার সম্পর্ক নতুন নয়। তারা আইপিএলের টাইটেল স্পনসরও। তাঁরা ব্যবসায়িক উন্নতিতে টিম ইন্ডিয়ার কিট স্পনসর হিসাবে এগিয়ে আসতে প্রস্তুত। ভারতীয় ক্রিকেট দল মানেই কোটি কোটি সমর্থক। তাছাড়া, দলের বিশ্বজুড়েই রয়েছে ব্র্যান্ড ভ্যালু। যদিও, বোর্ড এখনও কাকে তাদের কিট স্পন্সর হিসাবে নিয়োগ করতে চলেছে সে সম্পর্কে কোনো খবর জানা যায়নি, তবে এশিয়া কাপের আগেই তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।