অক্টোবর মাসে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম একদিনের ক্রিকেট খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারতীয় দলের দুই কংবদন্তী তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) দেখতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় দলের কাছে এই সিরিজটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। শেষবার ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল সেই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার পরে দুজন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার পালা ওডিআই ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করার। তবে এই সিরিজের আগে উঠে আসলো বড় খবর।
অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়ছেন অধিনায়ক

প্রসঙ্গত, ভারত ও অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজটি শুরু হতে চলেছে আগামী ১৯ অক্টোবর। প্রথমে তিনটি একদিনের ম্যাচ এবং পরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) আসন্ন এই সিরিজ থেকে ছিটকে যেতে চলেছেন। সূত্রের খবর, প্যাট কামিন্সের হালকা চোট রয়েছে। ভারতীয় সিরিজ শেষে নভেম্বরে শুরু হতে চলেছে অ্যাশেজ টেস্ট সিরিজ। আর এই সিরিজের জন্য নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে চান ক্যাপ্টেন কামিন্স। যে কারণে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে কামিন্সকে দেখতে পাওয়া যাবে না। কামিন্স ছাড়াও অস্ট্রালিয়া দল শক্তিশালী। দুই দলের মধ্যে ২০২৩’এর বিশ্বকাপ ফাইনালের পর প্রথম বারের জন্য ওডিআই সিরিজ খেলা হতে চলেছে।
অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে কামিন্স

কিন্তু অ্যাশেজ সিরিজে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ মূলত কামিন্স, স্টার্ক এবং জশ হ্যাজেলউড। তবে সামনে অ্যাশেজ টেস্ট সিরিজটিকে পাখির চোখ করার জন্যই কামিন্সকে না খেলানোর সিদ্ধান্ত নেবে অস্ট্রালিয়া ক্রিকেট বোর্ড। অন্যদিকে, বিরাট কোহলি ও রোহিত শর্মা একদিনের ক্রিকেটে মনোনিবেশ করেছেন। গত সপ্তাহে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে বিরাটও লন্ডনে অনুশীলন শুরু করে দিয়েছেন। দুজনের লক্ষ্য হলো ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ জয়ের। যদিও, জল্পনা রয়েছে যে এই দুই সিনিয়র তারকা নাকি অস্ট্রালিয়া সিরিজ খেলেই আলবিদা ঘোষণা করবেন।