ভারত-নিউজিল্যান্ড সিরিজের আগেই মাথায় হাত ভক্তদের, গুরুতর চোটে ছিটকে গেলেন অধিনায়ক !! 1

IND vs NZ: এবছর ভারতকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখতে পাওয়া যাবে না। যে কারণে ভারতীয় দলের তারকা খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে প্রদর্শন করতে দেখতে পাওয়া যাবে। ভারতীয় দলের কথা বলতে গেলে, তারা তাদের পরবর্তী সিরিজটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে। কিউইদের বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে। ভারতীয় দল আপাতত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে লাল বলের সিরিজে ২-০ ব্যাবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সাদা বলের সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথমে ওডিআই ফরম্যাটে ২-১ এবং টি-টোয়েন্টিতে ৩-১ ব্যাবধানে জয় পেয়েছিল ভারত। একদিকে ভারত সাদা বলের সিরিজে দাপট দেখাচ্ছে তো অন্যদিকে লাল বলের সিরিজে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া দল।

ছিটকে গেলেন দলের অধিনায়ক

Ind vs nz
Pat Cummins | Image: Getty Images

অ্যাশেজ সিরিজে বড় ধাক্কার মুখে অস্ট্রেলিয়া দল। ইতিমধ্যেই সিরিজে তারা দখল নিয়ে নিলেও দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) পিঠের চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না। তৃতীয় টেস্টে দলে ফিরেছিলেন প্যাট কামিন্স। আপাতত সিরিজে ৩-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে নিজেদের নামে করে নিয়েছে অ্যাশেজ। যে কারণে আর ঝুঁকি নিতে চাইছে না অস্ট্রেলিয়া দল। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, দীর্ঘমেয়াদি স্বার্থের কথা মাথায় রেখেই ৩২ বছর বয়সি কামিন্সকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে। কামিন্স নিজেও এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।

Read More: IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে ODI সিরিজ থেকে বাদ বিরাট কোহলি, BCCI’এর কাছে আবেদন গম্ভীরের !!

অজি অধিনায়ক কামিন্সের অনুপস্থিতিতে বক্সিং ডে টেস্টে নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন স্টিভ স্মিথ (Steven Smith)। যদিও, অ্যাডিলেড টেস্টে কানের ভেতরে সমস্যা নিয়ে খেলতে পারেননি স্মিথ। তবে বক্সিং ডে টেস্টে তিনি নিশ্চিতভাবেই মাঠে থাকতে পারেন এমনটাই জানা যাচ্ছে। তাঁর জায়গায় দ্বিতীয় ম্যাচে খেলতে দেখতে পাওয়া গিয়েছিল উসমান খোয়াজাকে (Usman Khawaja)। শুধু ক্যাপ্টেন কামিন্স নন, সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লিয়নও (Nathan Lyon)। অ্যাডিলেড টেস্টে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় বাকি ম্যাচে তাকে আর পাওয়া যাবে না। আসলে, তৃতীয় ম্যাচের পঞ্চম দিনে বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেওয়ার সময় এই চোট পেয়েছিলেন তিনি।

ছিটকে গেছেন নাথন লিয়নও

ভারত-নিউজিল্যান্ড সিরিজের আগেই মাথায় হাত ভক্তদের, গুরুতর চোটে ছিটকে গেলেন অধিনায়ক !! 2
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Nathan Lyon of Australia raises the ball aloft after claiming his fifth wicket of the innings, during day three of the second match in the Test series between Australia and India at Perth Stadium on December 16, 2018 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

এই পরিস্থিতিতে বক্সিং ডে টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ফাস্ট বোলার ঝাই রিচার্ডসন ও অফ-স্পিনার টড মারফিকে যিনি ভারতে দুরন্ত বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন। রিচার্ডসন শেষবার ২০২১ সালে অ্যাশেজে ক্যাঙ্গারু দলের অংশ ছিলেন। কাঁধের অস্ত্র প্রচারের পর দীর্ঘ অপেক্ষার পর ইংল্যান্ড লায়েন্সের বিরুদ্ধে ম্যাচটিতে অংশ নিয়েছিলেন। আপাতত সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার চাপটা কম থাকলেও তাদের লক্ষ থাকবে বক্সিং ডে টেস্টে জয় ছিনিয়ে নেওয়ার।

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার দল

স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রীন, ট্রাভিস হেড, ঝাই রিচার্ডসন, যশ ইংলিশ, উসমান খাজা, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশানে , টড মারফি, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, আলেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, বিউ ওয়েবস্টার।

Read Also: রাজনীতির শিকার গিল, নেতৃত্বের পদ ধরে রাখতে বন্ধুর পিঠে ছুরি সূর্যকুমারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *