ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগেই ছিটকে গেলেন অধিনায়ক, মাথায় হাত বোর্ডের !! 1

IND vs AUS: অক্টোবর মাসেই শুরু হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়ার লড়াই। নতুন অধিনায়ক নিয়ে নতুন অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের নতুন ওডিআই ক্যাপ্টেন হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তাঁর ডেপুটি হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ওডিআই দলে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) দুজনেই। বেশ কিছু সূত্রের দাবি এবারই এই অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজেই ক্যারিয়ারের ইতি হতে চলেছে রোহিত-বিরাটের। ভারতের পাশাপশি অস্ট্রেলিয়াও তাদের দল ঘোষণা করে দিয়েছে। সাদা বলের উভয় ফরম্যাটে অজি দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্স (Mitchell Marsh)।

চোটের কারণে ছিটকে গেলেন অধিনায়ক

Pat cummins, champions trophy 2025, অস্ট্রেলিয়া, ind vs aus
Pat Cummins | Image: Getty Images

চোটের কারণে মূলত এই সিরিজের বাইরে দলের মূল ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)। যে কারণে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলে নেমে এসেছে দুঃসংবাদ। ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে না খেলতে পারা প্যাট কামিন্স এবার আরও এক বড় ধাক্কার সম্মুখীন হয়েছেন। কামিন্স চোটের কারণে আসন্ন অ্যাশেজ সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন বলে জানা গেছে। কামিন্সের সাম্প্রতিক স্ক্যানে কামিন্স তাঁর কোমরের পুরনো চোটের (back stress injury) জায়গায় এখনো ‘হট স্পট’ রয়েছে। যার অর্থ হলো তিনি এখনও পুরোপুরি ভাবে সেরে ওঠেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হতে চলেছেন অজিদের ম্যাচ। অবস্থা আরও জটিল হতে পারে—চিকিৎসকরা আশঙ্কা করছেন, পুনর্বাসন প্রক্রিয়া দীর্ঘ হলে কামিন্স পুরো পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন। কামিন্স ছিটকে গেলে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

Read More: “অধিনায়ক হতে চাননি গিল..”, রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার বিতর্কে গোপন তথ্য ফাঁস করলেন মহম্মদ কাইফ !!

স্মিথের কাঁধে থাকবে দায়িত্ব

Steven smith,ind vs aus
Steven Smith | Image: Getty Images

অস্ট্রেলিয়ার পেস আক্রমণে কামিন্সের মতন প্রতিভার অনুপস্থিতি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। জশ হ্যাজলউড (Josh Hazlewood) ও মিচেল স্টার্কের (Mitchell Starc) সঙ্গে সম্ভবত ভারতকে বিপাকে ফেলা স্কট বোল্যান্ডকে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখতে পাওয়া যাবে। অধিনায়ক ও প্রধান স্ট্রাইক বোলার হিসাবে কামিন্স’ এর ভূমিকা অপরিসীম। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ তাঁর না খেলাটা অস্ট্রেলিয়া দলের বড় ক্ষতি। যদিও, ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

অন্যদিকে প্যাট কামিন্স তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্টে তাঁর এই চোটের কথা জানিয়েছেন এবং নিজের কঠোর রিহ্যাব চালিয়ে যাচ্ছেন, কিন্তু বছরের শেষের আগে তাঁকে সম্পূর্ণ ফিট দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি লিখেছেন, “অ্যাশেজের মতো সিরিজ খেলতে না পারা টা দুঃস্বপ্নের মতন। যতটা সম্ভব চেষ্টা করব দ্রুত মাঠে ফেরার।

Read Also: “ও বলার কে আমার সিদ্ধান্ত আমি নেব..”, অবসরের জল্পনার প্রসঙ্গে গম্ভীরকে চাঁচাছোলা আক্রমণ রোহিতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *