আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champipns Trophy 2025)। ভারতীয় দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়াতে সিরিজ হেরে ভারতে পৌঁছে গিয়েছে। ভারতের মাটিতে সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে চলেছে। সামনের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) বাহিনীকে দেখতে পাওয়া যাবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সমস্যায় রয়েছেন ক্যাপ্টেন।
কামিন্স যে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ খেলতে পারবেন না, তা আগেই জানা ছিল। আসলে কামিন্সের স্ত্রী অন্তঃসত্ত্বা, খুব শীঘ্রই দ্বিতীয় বারের জন্য অভিভাবক হতে চলেছেন কামিন্স ও তার স্ত্রী। আসলে ভারতকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার সফর রয়েছে। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে। শ্রীলঙ্কা সফর অস্ট্রেলিয়ার জয় বা পরাজয় কোনোটাই প্রয়োজন নেই, কারণ তারা ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে পৌঁছে গিয়েছে। কামিন্স যে শুধু তার স্ত্রীর সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তা নয় এবার সামনে এসেছে তাঁর চোটের খবর।
Read More: Champions Trophy 2025: ভক্তদের জন্য সুসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মেন্টর হিসাবে এন্ট্রি নিচ্ছেন MS ধোনি !!
চোট পেলেন অধিনায়ক
প্রতিটি দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে ১২ জানুয়ারি। এরপর অবশ্য এক মাস সময় রয়েছে দল পরিবর্তন করার। তবে এটা আশা করা হচ্ছে যে, কামিন্সকে দলে ধরে রেখেই দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া। তবে তাঁর খেলার বিষয়টি স্পষ্ট হবে আগামী সপ্তাহে স্ক্যান রিপোর্ট আসার পরেই। অস্ট্রেলিয়া শিবিরে আরও একজন খেলোয়াড় রয়েছেন যিনি চোটের সমস্যায় ভুগছেন। আসলে, মিচেল স্টার্ককেও মেলবোর্ন টেস্টে বেশ সমস্যায় দেখা গিয়েছিল। অন্যদিকে, কাফ মাসেলের জন্য ব্রিসবেন টেস্টের পর থেকে বাঁকি দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কা সফরেরও বাইরে হ্যাজেলউড। শ্রীলঙ্কা সফরের বাইরে তিনি। যে কারণে এখন অজি শিবিরের প্রার্থনা যাতে কামিন্স,স্টার্ক ও হ্যাজেলউড তিনজনকে যেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেতে পারে। কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (Steven Smith)। অস্ট্রেলিয়া দলে প্রথমে ডাক পেলেন কুপার কনোলি। অস্ট্রেলিয়া দল ২৯ জানুয়ারি প্রথম টেস্ট শুরুর আগে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে অস্ট্রেলিয়ার শিবির।