IPL 2025: আইপিএলে ঘরোয়া ক্রিকেটের তরুণ খেলোয়াড়দের সঙ্গে বিশ্ব ক্রিকেটের তারকারা টুর্নামেন্টের আনন্দে মেতে উঠেছেন। তবে অনেক ক্রিকেটার আছেন যারা আন্তর্জাতিক মঞ্চে সফল হলেও এই বছর আইপিএলে (IPL 2025) দলকে সাফল্য এনে দিতে পারছেন না। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে চলতি টুর্নামেন্টেও সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) নেতৃত্ব দিচ্ছেন। গত বছর দলকে ফাইনালে নিয়ে গেলেও ট্রফি এনে দিতে পারেননি এই অজি তারকা। এই বছর আইপিএলে পুরো ছবিটাই বদলে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সফল অধিনায়ক প্যাট কামিন্স টুর্নামেন্টের শুরুতেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন।
Read More: IPL 2025 Points Table Update: RCB’র দাপটে ঘরের মাঠে হার MI’এর, পয়েন্ট তালিকায় ঘটলো একাধিক পরিবর্তন !!
আইপিএলে ব্যর্থ প্যাট কামিন্স-

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে অজিরা জয় তুলে নিয়ে ইতিহাস তৈরি করেছিল। অন্যদিকে ২০২৩ সালেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ব্লু ব্রিগেডদের পরাজিত করে অস্ট্রেলিয়া। এই জয়েরও অন্যতম কারিগর ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তবে এই বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) তিনি সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। হায়দ্রাবাদ চলতি আইপিএলে ৫ ম্যাচের মধ্যে ধারাবাহিকভাবে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে।
হায়দ্রাবাদের ধারাবাহিক পরাজয়-

এই বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে (RR) ৪৪ রানে পরাজিত করে যাত্রা শুরু করেছিল। এই ম্যাচের প্রথম ইনিংসে রেকর্ড ২৮৬ রান সংগ্রহ করে প্যাট কামিন্সের দল। ঈশান কিষাণের (Ishan Kishan) ব্যাট থেকে এসেছিল দুরন্ত একটি শতরান। কিন্তু তারপর লখনউ সুপার জায়ান্টস (LSG), দিল্লি ক্যাপিটালস (DC), কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে পরপর ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে হায়দ্রাবাদ। ফলে অনেকেই মনে করছেন বিশ্বের অন্যতম সফল অধিনায়ক কামিন্স যেন হারিয়ে ফেলেছেন সেই যাদু কাঠি, যার মধ্যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে রাজস্ব চালান।