ভারতীয় দল বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে। ভারত আপাতত এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারতীয় দল কিউইদের বিরুদ্ধে বুধবার ১৪ই জানুয়ারি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। আর এই ম্যাচের আগেই রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদে একটি স্ট্যাটাস বেশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে জোড়া অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে সেভাবে বড় রান বানাতে সক্ষম হতে পারেননি রোহিত শর্মা। প্রথম ম্যাচে বাড়তি ঝুঁকি নিতে গিয়ে ২৯ বলে ২৬ রান এবং দ্বিতীয় ম্যাচে ৩৮ বলে ২৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। প্রথম দুই ম্যাচে সেভাবে ছন্দে দেখা গেল না রোহিতকে।
কিউইদের বিরুদ্ধে ব্যর্থ রোহিত শর্মা

রোহিত শর্মার ব্যর্থতা ও বিরাট কোহলির পরস্পর পাঁচ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের জেরে ওডিআই র্যাঙ্কিং বেশ পরিবর্তন দেখা গিয়েছে। আপাতত নতুন তালিকা অনুযায়ী শীর্ষে উঠে এসেছেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দাঁড়িল মিচেল ও রোহিত শর্মা তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি অর্ধশতরান, একটি শতরান হাঁকিয়েছিলেন। তারপরেই ব্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছিলেন তিনি। ভালো ছন্দে থাকা রোহিত শর্মাকে নিয়ে মশকরা করলেন তার স্ত্রী রিতিকা। সমাজ মাধমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস জাতীয় একটি জিনিস বেশ কয়েকদিন ধরে ট্রেন্ডিংয়ে যাচ্ছে। এক ভক্ত ঋত্বিকা সাজদের নাম ব্যাবহার করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করেছেন যেখানে লেখা আছে, ‘অনেকদিন ধরেই একজনের ব্যাট থেকে ডবল হান্ড্রেড দেখতে পাওয়া যাচ্ছে না।‘
Read More: ভিসা বাতিল নয়, ‘ভারত বিদ্বেষে’ ভুয়ো প্রচার পাক বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটারের !!
তবে কাকে উদ্দেশ্য করে এই স্ট্যাটাসটি শেয়ার করা হয়েছে তা আর জানতে দেরি নেই। স্ট্যাটাসটি করা হয়েছে রোহিত শর্মার জন্যই। এক সময়ে ওডিআই ক্রিকেটে বড় বড় ইনিংস খেলার জন্য পরিচিত ছিলেন রোহিত শর্মা। যে কারণে তার নাম দেওয়া হয়েছিল হিটম্যান। ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি দেড়শ রানের স্কোর তথা ডবল হান্ড্রেড হাকিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ও শ্রীলংকার বিরুদ্ধে দুটি ডাবল হান্ড্রেড হাঁকিয়েছেন রোহিত শর্মা। তার পাশাপাশি ওডিআই ক্রিকেটে রোহিত শর্মার সর্বোচ্চ স্কোর হল ২৬৪ যা তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়।
ডবল হান্দ্রেদের দেখা নেই রোহিতের ব্যাটে

শেষবার ২০১৭ সালে রোহিত শর্মার ব্যাগ থেকে ডবল হান্ড্রেড দেখতে পাওয়া গিয়েছিল যে কারণেই সমাজমাধ্যমে কোন এক ভক্ত হাসির ছলেই রোহিতকে ব্যঙ্গ করে পোস্ট করেছেন। অন্যদিকে রোহিত শর্মার কথা বলতে গেলে বর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। কেবলমাত্র ওডিআই ফরমেটে খেলতে দেখা যাচ্ছে তাকে। ২০১৭ সালের বিশ্বকাপের মঞ্চে শিরোপা জয়ের লক্ষ্য রয়েছে তার। ২০২৩ সালে ঘরের মাঠে বিশ্বকাপ হারতে হয়েছিল ভারতকে। তবে এবার আগামী বিশ্বকাপকে পাখির চোখ করতে পুরোপুরি ভাবে প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা।