ishan-can-play-ind-vs-ban-series

আগামী সেপ্টেম্বর মাসে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ (IND vs BAN)। ভারতীয় দল শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজের লজ্জাজনক পরাজয়ের পর বাংলাদেশ সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য লক্ষ্য স্থির করতে চাইবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল তাদের সেরা প্রদর্শন দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে শীর্ষস্থানে দখল ফিরিয়ে আনতে চাইবে।

প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দিকে তাকালে আপাতত টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে টক্কর দিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে। যে কারণে আগামী বছর জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পৌঁছাতে গেলে ভারতকে শীর্ষ দুই স্থানে সমাপ্ত করতে হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ভারতীয় দল ৩-০ ব্যবধানে জিতে তালিকায় শীর্ষস্থানে থাকতে চাইবে। তবে অন্যদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ভারত সফরের আসার আগে বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে হবে। আর এই দুই সিরিজের আগেই মাথায় হাত পরল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

পদত্যাগ করলেন বাংলাদেশ্ব বোর্ড প্রেসিডেন্ট

Nazmul Hasan Papon, ind vs ban
Nazmul Hasan Papon | Image: Getty Images

একদিকে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। চলতি মাসের প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত মেলেনি কোন সুরাহা। পাশাপশি, কয়েকমাস বাদেই বাংলাদেশে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং সেই বিশ্বকাপ নিয়ে উঠছে প্রশ্ন। তবে এরই মাঝে উঠে আসলো বড় খবর, জানা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে যেতে পারেন নাজমুল হাসান পাপন।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের আবহেই আত্মগোপনে গিয়েছেন পাপন। হাসিনা সরকারের হাত ধরেই মন্ত্রিত্ব দিয়েই ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর পরপর চতুর্থবারের জন্য বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন তিনি। বাংলাদেশে এই কোটা আন্দোলনের জন্য তিনি আপাতত দেশছাড়া এবং এই পরিস্থিতিতে বিসিবির দায়িত্ব সামলাচ্ছেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন।

দেশ ছেড়েছেন পাপন

ভারত-বাংলাদেশ সিরিজের আগেই নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট, সংকটে দেশের ক্রিকেট !! 1
Nazmul Hasan Papon | Image: Getty Images

সূত্রের খবর অনুযায়ী, হাসিনা সরকারের পতনের অনেক আগে দেশের পরিস্থিতি বোঝার পর থেকেই লন্ডনে রয়েছেন‌ পাপন। এই মুহূর্তে বিসিবির সমস্ত কার্যক্রম প্রায় বন্ধ। গত ১৪ আগস্ট বিসিবির কয়েকজন কর্মকর্তা ঢাকায় মিটিংয়ে বসেছিলেন আর সেখানেই পাপনের পদত্যাগের প্রসঙ্গ ওঠে। এক কর্মকর্তা জানিয়ে দিয়েছেন, “আমাদের এক কর্মচারীর সাথে পাপনের যোগাযোগ রয়েছে, তিনি জানিয়েছেন যে তিনি সরকারের সাথে সমস্ত সহযোগিতা করতে রাজি। এমনকি বোর্ড প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দেবেন তিনি।

Read Also: IND vs BAN: বাদের খাতায় কোহলি-রাহুল-শ্রেয়স, বাংলাদেশের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *