Rishabh Pant: আগামী বুধবার ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার (IND vs SL)। প্রথম ম্যাচে টাই রূপে সমাপ্ত হয় ভারত-শ্রীলংকার ম্যাচ। এরপর গতকাল দ্বিতীয় ম্যাচে লজ্জা জনক পরিণতিতে ভারতীয় দলকে পরাস্ত হতে হয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপের রানার্স আপ দলকে এভাবে পরাস্ত হতে দেখে মোটেও খুশি নন ভারতীয় ভক্তরা। পাশাপাশি গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম ম্যাচ হারল ভারতীয় দল। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ভারতীয় দলের কাছে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল।
দ্বিতীয় ওডিআই ম্যাচে লজ্জাজনক ভাবে ব্যার্থ টিম ইন্ডিয়া
শ্রীলঙ্কার ঘূর্ণি উইকেটে ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা, যে কারণে তৃতীয় ম্যাচটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সদ্য টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের পারফরম্যান্সে সমাজ মাধ্যমে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে নিয়ে একাধিক মন্তব্য শোনা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তৃতীয় ওডিআই ম্যাচে পরিবর্তন হতে চলেছে ভারতীয় দলে।
Read Also: Rishabh Pant: “X-ফ্যাক্টরকে বাদ…” গৌতম গম্ভীরের এই সিদ্ধান্তে না খুশ অজয় জাদেজা, লাইভ ম্যাচে নিলেন ক্লাস !!
বিশেষ করে ফাইনাল ম্যাচে উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant) ছিনিয়ে নিতে চলেছেন দলের প্রমুখ উইকেট রক্ষক কেএল রাহুলের (KL Rahul) জায়গা। ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে, বর্তনানে বাজে পারফরম্যান্সের কারণে দলে আর জায়গা পাবেন না বলে মনে হচ্ছে না। আগামী বছর পাকিস্তানের মাটিতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে হবে। যে কারণে নির্বাচকরা সিনিয়র খেলোয়াড় হিসাবে লোকেশ রাহুলের উপর বেশি তৎপরতা দেখাচ্ছে এবং তাকে দলে শামিল করতে চাইছে।
রাহুলের জায়গা ছিনিয়ে নেবেন পন্থ
কিন্তু, শ্রীলঙ্কার বিরুদ্ধে কামব্যাক করা কেএল রাহুলের পারফরম্যান্স আপাতত হতাশাজনক। প্রথম ওয়ানডেতে ৪৩ বলে ৩১ রান করেন তিনি। তার ধীরগতির স্ট্রাইক রেটের কারণে ম্যাচটি কোনো ফলাফল ছাড়া অর্থাৎ টাই রূপে সমাপ্তি ঘটে। প্রথম ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং করার কোনো চিন্তাই করেননি রাহুল, যার ফলে ভারতকে পস্তাতে হয়েছে এবং গতকাল দ্বিতীয় ম্যাচে খাতা খুলতেই ব্যার্থ হয়েছেন তিনি। তার এই বাজে পারফরম্যান্সের পর তার বিদায় নিশ্চিত। এবার ভারতীয় দলে পাকাপাকি ভাবে তার জায়গা নিতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পন্থ বেশ দারুন গ্লাভস ওয়ার্ক দেখিয়েছেন। পাশাপশি, ব্যাট হাতে তিনি একজন এক্স ফ্যাক্টর।