চিতার মতন লাফিয়ে দুরন্ত ক্যাচ ধরলেন ঋষভ পন্থ, হতাশ হয়ে প্যাভিলিয়নে ফিরলেন আগারওয়াল !! 1

Rishabh Pant: আগামী ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের টেস্ট সিরিজ। আর এই সিরিজের আগে টিম ইন্ডিয়ার একাধিক খেলোয়াড়কে দলীপ ট্রফির (Duleep Trophy) মঞ্চে খেলতে দেখা যাচ্ছে। গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দলীপ ট্রফি। দলীপ ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্ডিয়া A ও ইন্ডিয়া B। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই দুই দলের মেগা ম্যাচ দেখা যাচ্ছে। ইন্ডিয়া A দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। দলীপ ট্রফির প্রথম ম্যাচে তিনি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

প্রথম দিনে ইন্ডিয়া A দলের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পর ৭ উইকেটে ২০২ রান বানায় ইন্ডিয়া B। প্রথম দিনেই ২২৭ বলে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও থেমে থাকেননি তিনি। দ্বিতীয় দিনের শুরুতে মুশির আবার দায়িত্ব নেন ও পেসার নবদীপ সাইনির সঙ্গে অষ্টম উইকেটে ২০৪ রানের একটি দুর্দান্ত জুটি গড়েন। ৩৩৭ বলে মুশির ১৮১ রানের ইনিংস খেলেছিলেন ও দলকে পৌঁছে দিয়েছিলেন ৩২১ রানে। রান তাড়া করতে প্রথমে ব্যাটিং করতে আসেন শুভমান গিল ও মায়ঙ্ক আগারওয়াল।

অবিশ্বাস্য ক্যাচ ধরলেন পন্থ

Rishabh Pant
Rishabh Pant | Image: Twitter

দুজনের মধ্যে ৮৫ বলে ৫৭ রানের একটি পার্টনারশিপ তৈরি হয়েছিল তবে ১৪ তম ওভারের শেষ বলে সাইনির বলে বোল্ড আউট হন শুভমান এবং ১৬তম ওভারের সাইনির দ্বিতীয় বলে পায়ের কাছে থাকা বলটি ফ্লিক করতে গিয়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের (Rishabh Pant) বাম দিকে চলে যায় এবং ঋষভ ক্যাচটি ধরতে ভরপুর প্রয়াস করেন এবং আগারওয়ালের ক্যাচটি তালুবন্ধি করে তাকে প্যাভিলিয়নে ফেরান। ৪৫ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আগারওয়াল।

Read Also: Rishabh Pant: সকলকে চমকে দিল দিল্লি ক্যাপিটাল্স, ঋষভ পন্থকে সরিয়ে ঈশান কিষানকে দিচ্ছে দলের অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *