pant-imitates-gavaskar-in-ad-video

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ঋষভ পন্থ (Rishabh Pant)। মাঠে ব্যাট হাতে তিনি যতটা সাবলীল, মাঠের বাইরে অথবা ক্যামেরার সামনেও ঠিক ততটাই সপ্রতিভ। সেই কারণেই ক্রিকেটের বাইরেও নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি। তৈরি করেছেন নিজস্ব ব্র্যান্ড। বিভিন্ন সংস্থাগুলি তাদের বিজ্ঞাপনের মুখ করতে চাইছে পন্থকে। দিনকয়েক আগে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহদের সাথে তাঁর ড্রিম ইলেভেনের বিজ্ঞাপনটি বেশ ভাইরাল হয়েছিলো। সেখানে দেখা গিয়েছিলো বলিউড সুপারস্টার আমির খান, রণবীর কাপুর, জ্যাকি শ্রফদেরও। এবার নেটজনতার ফোকাসে আরও একটি বিজ্ঞাপনে। সেখানে অবশ্য তারকা পরিবেষ্টিত হয়ে নেই ঋষভ (Rishabh Pant)। রয়েছেন একাই। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্করের (Sunil Gavaskar) লাইন ধার করে নিজেকেই ‘বোকা’ বলতে শোনা গিয়েছে তাঁকে।

Read More: IPL 2025: পন্থকে পেতে খরচ ২৭ কোটি, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস স্কোয়াডে স্পষ্ট অভাব ভারসাম্যের !!

গাওস্কর’কে নকল করলেন পন্থ-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে স্কুপ মারতে গিয়ে উইকেট খুইয়ে আসেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন স্কট বোল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পারায় ব্যাটের পিছনের দিকে লাগে বল। ডিপ থার্ড ম্যানে দাঁড়ানো নাথান লিয়ঁ’র হাতে ধরা পড়েছিলেন পন্থ। দায়িত্বজ্ঞানহীন শট খেলে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার আউট হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। ধারাভাষ্যের মাইক্রোফোন হাতেই বলেন, “স্টুপিড…স্টুপিড…স্টুপিড… তুমি দেখছো দু’জন ফিল্ডার রয়েছে, তার পরেও এই শটটা খেলতে যাচ্ছ? আগের শটটাও ফস্কেছিলে। দেখো কোথায় ধরা পড়েছ তুমি-ডিপ থার্ড ম্যান। এটা আসলে নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে আসা। তুমি বলতে পারো না যে এটাই তোমার সহজাত খেলা। তোমায় ম্যাচের পরিস্থিতিটাও বুঝতে হবে…”

ভারতীয় ড্রেসিংরুম নয় বরং অস্ট্রেলীয় সাজঘরে ফিরুন ঋষভ (Rishabh Pant), সেদিন তোগ দেগেছিলেন গাওস্কর। ‘লিটল মাস্টার’-এর ক্ষোভের বহিঃপ্রকাশ রীতিমত ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। তাঁর প্যাশন’কে কুর্নিশ জানিয়েছিলেন দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীরা। ঘটনার মাসখানেক পর গাওস্করের (Sunil Gavaskar) সেই ভাইরাল মন্তব্য ধার করলেন খোদ ঋষভ পন্থ’ই। ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। তার আগে বিজ্ঞাপনে চমক আনতে ব্যস্ত বাণিজ্যিক সংস্থাগুলি। তেমনই একটি বিজ্ঞপনে টেবিল চাপড়ে “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” বলতে শোনা গেলো ২৭ বর্ষীয় উইকেটরক্ষক-ব্যাটারকে। সম্পূর্ণ বিজ্ঞাপনটি এখনও প্রকাশিত হয় নি। কেবলমাত্র একটি নির্দিষ্ট অংশ এসেছে সামনে। গাওস্করের মন্তব্যের মতই পন্থের (Rishabh Pant) বিজ্ঞাপনও ইতিমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন পন্থের সেই বিজ্ঞাপন-

লক্ষ্ণৌ নিয়ে আশাবাদী ঋষভ পন্থ-

Rishabh Pant, Sanjiv Goenka and Zaheer Khan | Image: Twitter
Rishabh Pant, Sanjiv Goenka and Zaheer Khan | Image: Twitter

আইপিএলের (IPL) ইতিহাসে সর্বোচ্চ দাম পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২৭ কোটি টাকায় দিল্লী ক্যাপিটালস ছেড়ে তিনি যোগ দিয়েছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে। অধিনায়ক হিসেবে তাঁর কাঁধে যে ট্রফি জেতানোর চাপ থাকবে তা বিলক্ষণ জানেন তিনি। চ্যালেঞ্জকে দুই হাতে গ্রহণ করতেও প্রস্তুত তরুণ তুর্কি। ইতিমধ্যে অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন ঋষভ। গতকাল সতীর্থদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা এমন একটা জায়গা তৈরি করতে চাই যেখানে সবাই এসে নিজেদের মেলে ধরতে পারেন। আমি জানি এটা বলা যতটা সহজ, বাস্তবে করা ততটা সহজ নয় কারণ এর জন্য শুধু ম্যানেজমেন্ট নয় বরং প্রত্যেক ব্যক্তির এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। আশা রাখছি যে খেলোয়াড়দের জন্যই এই পরিবেশটা আমরা গড়ে তুলতে পারবো।” প্রত্যেক খেলোয়াড়দের আসন্ন মরসুমে মাঠে ১০০ শতাংশ উজাড় করে দেওয়ার অনুরোধ’ও জানিয়েছেন ‘ক্যাপ্টেন’ পন্থ।

Also Read: IPL 2025: মরসুম শুরুর আগেই বেহাল ব্রহ্মাস্ত্র, চিন্তা বাড়ছে সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *