ক্রিকেট খেলার উদ্দেশ্যে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন রাহুল নামের এক যুবক। দুপুরে রক্তাক্ত অবস্থায় একটি মদের দোকানের পাশে পড়ে থাকতে দেখা গেলো তাঁকে। পানিপথের কিলা থানা অঞ্চলের অশোক বিহার কলোনিতে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা৷ আহত তরুণ’কে তড়িঘড়ি স্থানীয় একটি সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরে অন্য একটি হাসপাতালে রেফার করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার দিন ভোরে এক অজ্ঞাতপরিচয় যুবক এসে রাহুল’কে ক্রিকেট খেলার জন্য ডেকে নিয়ে গিয়েছিলো। তার দিকেই আঙুল তুলেছে আক্রান্তের পরিবার।
Read More: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায়, আচমকাই অবসরের নিলেন মিচেল স্টার্ক !!
সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন আক্রান্তের ভাই রোহিত। প্রতি রবিবার ছুটি থাকায় ক্রিকেট খেলতে যেতেন রাহুল, জানিয়েছেন তিনি। সেদিনও ভোর পাঁচটা নাগাদ এক যুবকের ডাকে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও রাহুল বাড়ি না ফেরায় চিন্তায় ছিলো পরিবার। হঠাৎই জানা যায় যে বেরি মসজিদের কাছে একটি মদের দোকানের সামনে আহত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাঁর ভাইকে, জানিয়েছেন রোহিত। গভীর ক্ষত রয়েছে মুখে। আপাতত কার্নালে একটি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত যুবক। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক, উঠছে দাবী।
স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টগুলিতে প্রাণহানি বা দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে গত কয়েক বছরে। ২০২৪-এর জুনে থানে’তে এক কর্পোরেট সংস্থা আয়োজিত একটি ক্রিকেট প্রতিযোগিতা চলাকালীন ক্রিজেই লুটিয়ে পড়েছিলেন রাম গণেশ তিওয়ারি নামে এক যুবক। ছক্কা হাঁকানোর কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তিনি। বড়দিনের সময় একই দৃশ্য দেখা গিয়েছে মহারাষ্ট্রের জালানাতেও। ম্যাচের মধ্যেই মারা গিয়েছিলেন বিজয় প্যাটেল নামে একজন। সম্প্রতি একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুরেও। দিনকয়েক আগে স্থানীয় ডিএভি স্কুলের মাঠে একটি ম্যাচ চলাকালীন ৩৫ বর্ষীয় হরজিৎ সিং-ও ছক্কা মারার পর বসে পড়েন ব্যাটে ভর দিয়ে। বাইশ গজেই প্রাণ হারান তিনি।