ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন অনেক সময় তাদের পারফর্মেন্সের ওপরেও প্রভাব ফেলে। সমস্ত লড়াইকে পিছনে ফেলে আবারও তারা ঘুরে দাঁড়িয়ে দলের জন্য নায়ক হয়ে ওঠেন। সাম্প্রতিক সময় একাধিক তারকা ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদের ঘটনা আলোচনা সামনে উঠে এসেছিল। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মতো তারকা আবার নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এর মধ্যেই গত বছর স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়ে হঠাৎ করেই বাতিল হয়ে হয়ে যায়। কারণ স্পষ্ট না হলেও হবু বর পলাশ মুচ্ছলের (Palash Muchhal) অন্য মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।
Read More: ঈশান-সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিং, রায়পুরে নিউজিল্যান্ডকে হারিয়ে দাপট বজায় রাখল ভারত !!
বিয়ে বাতিল করেন স্মৃতি-

গত বছর মহিলাদের বিশ্বকাপে ভারতীয় দল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পরেই দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের প্রস্তুতি শুরু করেন স্মৃতি মান্ধানা। এই হাই প্রোফাইল বিয়ের দিকে মিডিয়া সহ ক্রিকেট ভক্তদের বিশেষ নজর ছিল। কিন্তু বিয়ের দিন হঠাৎ করেই তারকা ক্রিকেটারের বাবা অসুস্থ হয় হাসপাতলে ভর্তি হন। এরপরে বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।
পরের দিন পলাশ মুচ্ছলও হাসপাতলে ভর্তি হয়েছেন বলে খবর সামনে আসে। কিন্তু ঘটনার নতুন মোড় নেয় যখন বলিউডের এই জনপ্রিয় মিউজিক ডিরেক্টরের চ্যাট ভাইরাল হয়। তিনি ভিন্ন একটি মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জল্পনা তৈরি হয়। বিয়ের দিন তাকে সেই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্মৃতি মান্ধানার বাড়ির লোক দেখেছিল বলে খবর সামনে উঠে আসে। অফিসিয়ালি কিছু জানা না গেলেও সোশ্যাল মিডিয়ার পোস্ট করে ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক বিয়ে বাতিল হয়ে যাওয়ার খবরটিতে সিলমোহর দেন।
মার খেয়েছিলেন পলাশ-

পলাশ এবং স্মৃতির বিয়ে ভাঙার বিষয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তারকা ক্রিকেটারের ছোটবেলার বন্ধু। বিদ্যান মানে নামক এই ব্যাক্তির বক্তব্য অনুযায়ী তিনি তারকা জুটির বিয়েতে উপস্থিত ছিলেন। সমস্ত নিয়ম মেনে বিয়ের কাজে ব্যস্ত ছিল দুই পরিবার। এইরকম সময় পলাশ ভিন্ন একটি মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। ফলে চাঞ্চল্য তৈরি হয়। মহিলার পরিচয় প্রকাশ্যে আনতে চাইনি বিদ্যান। কিন্তু তিনি বলেন ঘনিষ্ঠ পরিস্থিতিতে ধরা পড়ার ঘটনাটি ভয়াবহ ছিল।
দাবি অনুযায়ী ঘটনাটি সামনে আসতেই বিয়েতে উপস্থিত মহিলা ক্রিকেটাররা প্রত্যেকেই রেগে যান। বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তারা ক্ষুব্ধ হয়ে পলাশ মুচ্ছলকে মারধর করেন বলেও উল্লেখ করেছেন। এই খবর সামনে আসতেই মুখ পুড়েছে পলাশের। সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। এর সঙ্গেই বিদ্যান জানান তার ৪০ লক্ষ টাকা প্রতারণা করেছেন এই বলিউড মিউজিক ডিরেক্টর। যার জন্য এফআইআর পর্যন্ত করা হয়েছে।