'ভারতকে জোকার বানিয়ে ছেড়েছি..', দঃ আফ্রিকার কোচের বিতর্কিত মন্তব্যে মুখ পুড়ল গম্ভীরদের !! 1

ভারতীয় টেস্ট দল ধারাবাহিকভাবে ঘরের মাঠে টেস্ট ম্যাচ হেরে বিশাল বড়ো ধাক্কা খেয়েছে। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে টেস্ট সিরিজে পরাজয় ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারছেন না। প্রোটিয়ারা রীতিমতো ঋষভ পান্থদের (Rishabh Pant) নাস্তানাবুদ করে ছেড়েছে। দ্বিতীয় ম্যাচে এমন কোনো মুহূর্তেই ভারত তৈরি করতে পারিনি যেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ভারতীয় দলের এই লজ্জার দৃষ্টান্ত ইতিহাসের পাতায় আজীবন লেখা থাকবে। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাডের (Shukri Conrad) ভারতীয় দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য সামনে এল।

Read More: স্মৃতির বিয়ে ভাঙার পিছনে তার‌ই ‘প্রিয় বান্ধবী’, বিয়ের আগের রাতে ঘনিষ্ঠ হলেন পলাশ‌ !!

সিরিজ হাতছাড়া ভারতের-

'ভারতকে জোকার বানিয়ে ছেড়েছি..', দঃ আফ্রিকার কোচের বিতর্কিত মন্তব্যে মুখ পুড়ল গম্ভীরদের !! 2
IND vs SA | Image: Getty Images

ইডেন গার্ডেন্সে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ৩০ রানে পরাজিত হয়। এই ম্যাচে ব্লু ব্রিগেডরা দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ঋষভ পান্থরা (Rishabh Pant) মাঠে নামে। কিন্তু ম্যাচের প্রথম থেকেই রাশ নিজেদের হাতে রেখেছিল প্রোটিয়ারা। সেনুরান মুতুসামির (Senuran Muthusamy) দুরন্ত শতরানে ভর করে দল প্রথম ইনিংসে ৪৯৮ রানে পৌঁছায়।

এই রান তাড়া করতে নেমে মার্কো জ্যানসেনের (Marco Jansen) দুরন্ত বোলিং’এ চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। যশস্বীর ৫৮ রানের ভর করে প্রথম ইনিংসে ২০১ রানে পৌঁছাতে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ডিক্লেয়ার ঘোষণা করেন টেম্বা বাভুমারা (Temba Bavuma)। দ্বিতীয় ইনিংসে এই বিপুল রান তাড়া করতে নেমে রীতিমতো কোণঠাসা হয়ে যায় গৌতম গম্ভীরের দল। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৫৪ রানে লড়াই করন। কিন্তু শেষ পর্যন্ত ১৪০ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ফলে ৪০৮ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়।

দঃ আফ্রিকার কোচের কুরুচিপূর্ণ মন্তব্য-

পন্থ ভারত
Team India | Image: Twitter

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ২৮৮ রানে এগিয়ে ছিল। তারপরেও দ্বিতীয় ইনিংসে দীর্ঘ সময় নিয়ে ২৬০ রান সংগ্রহ করে তারা। এই বিষয়ে বলতে গিয়ে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাডের বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা চেয়েছিলাম ভারত ফিল্ডিংয়ে আরও কিছুটা সময় থাকুক। আমরা চেয়েছিলাম তাদের মাথা নত করাতে, ম্যাচ থেকে একেবারে বাইরে বের করে দিতে।

আমরা চেয়েছিলাম তারা সন্ধ্যার দিকে এক ঘন্টা এবং পঞ্চম দিন গোটা ব্যাট করার সুযোগ পাক।” তিনি এই মন্তব্য করতে গিয়ে ‘grovel’ শব্দটিকে ব্যবহার করেন। এই শব্দটি কৃষ্ণাঙ্গদের অপমান করার জন্য অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে। ফলে কার্যত ভারতের ঘরের মাঠেই ঋষভ পান্থদের পারফর্মেন্সকে নিয়ে মানসিকভাবে রীতিমতো ছেলেখেলা করল দক্ষিণ আফ্রিকা বলাই যায়। এই পরিস্থিতি শুধুমাত্র গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জন্য তৈরি হয়েছে বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন ভক্তরা।

Read Also: টিম ইন্ডিয়ার এই নতুন পূজারার উত্থান, ব্যর্থতার মধ্যেও আশার আলো দেখছেন গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *