স্মৃতি মন্ধনার সঙ্গে সম্পর্কের দোলাচলের মাঝেই সপরিবারে দেশ ছাড়লেন পলাশ, বাড়ছে জল্পনা !! 1

২৩ নভেম্বর ভারতীয় মহিলা দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) ও পলাশ মুচ্ছলের বিয়ের দিন ঠিক ছিল। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধনা। পারিবারিক দুশ্চিন্তা বেড়ে ওঠার সাথে সাথে মানসিক চাপে পড়েন পলাশ। তারপরেই সমাজ মাধ্যমে পলাশকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পলাশের নামে প্রতারণার অভিযোগও উঠেছিল। অনেকেই দাবি জানিয়েছিলেন পলাশ স্মৃতিকে প্রতারণা করেছিলেন বলেই নাকি বিয়ে স্থগিত হয়েছিল দুজনের। যদিও স্মৃতি কিংবা পলাশ, দু’জনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এরপর, বিয়ে পিছিয়ে যাওয়ার পর পলাশকে নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়।

পলাশের সাথে বিয়ে ভেঙেছে স্মৃতি মন্ধনার

স্মৃতি মন্ধনা
Smriti Mandhana with Family | Image: Getty Images

যদিও, পুরো বিষয়টি নিয়ে পলাশের পরিবার খুবই সংযত অবস্থান নেয়। পলাশের মা ও দিদি বারবার বলে এসেছেন, স্মৃতি ও পলাশ দুজনেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। তারা এটাও আশ্বাস দিয়ে ছিলেন যে দেরি হলেও বিয়েটা তাদের হবে। সবকিছু কাটিয়ে নিয়ে দুই পরিবার আবার আলোচনায় বসবে বলেও জানা যায়। এসব বিতর্কের মাঝেই সপ্তাহখানেক পর বিমানবন্দরে দেখতে পাওয়া গেল পলাশকে। তাঁকে তাঁর বাবা-মা’কে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। ক্যামেরার নজর পড়তেই হাসিমুখে অভিবাদন জানান পলাশ। এ দৃশ্য দেখার পর অনেকেই মনে করছেন, হয়তো সম্পর্কের অস্বস্তিকর অধ্যায় পেরিয়ে দু’জনেই আবার নতুন করে কথা বলা শুরু করেছেন। তাই হয়তো পলাশের মনেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

Read More: “আমি নিজের ১২০ শতাংশ দিই..”, ম্যাচের সেরা হয়ে ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিরাট কোহলি !!

সপরিবারে বিমানবন্দরে হাজির পলাশ

স্মৃতি মন্ধনার সঙ্গে সম্পর্কের দোলাচলের মাঝেই সপরিবারে দেশ ছাড়লেন পলাশ, বাড়ছে জল্পনা !! 2
Palash Muchhal | Image: Twitter

অন্যদিকে, স্মৃতির বাবাকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন। এরপর থেকে আবার জল্পনা শুরু হয়েছে স্মৃতি- পলাশের বিয়ে নিয়ে। দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্কে রয়েছেন দুজন। ভক্তদের মনে প্রশ্ন উঠেছে সেই সম্পর্ক কি ভাঙতে চলেছে খুব জলদি ? এবার সেই জল্পনায় নতুন আগুন জ্বালিয়েছে তাঁদের সোশ্যাল মিডিয়া বায়ো। দু’জনেরই ইনস্টাগ্রাম বায়োতে একই সময়ে দেখা গেছে নীল রঙের ‘এভিল আই’ ইমোজি। এই ধরনের ইমোজি সাধারণত ‘কু নজর’ এড়ানোর জন্যই ব্যাবহার করা হয়। ভক্তরা মনে করছেন, হয়তো এগুলোই ইঙ্গিত দিচ্ছে যে সম্পর্ক আবারও স্বাভাবিক পথে ফিরছে। যদিও, কবে তারা সাত পাক ঘুরবে সে নিয়ে কোনো খবর দুই পক্ষের থেকে পাওয়া যায়নি। তবে সূত্রের দাবি, দুই পরিবারের মধ্যে আলোচনার পরেই আবার ধুমধাম করে পালন হবে স্মৃতি-পলাশের বিয়ে।

Read Also: কোহলির দাপুটে সেঞ্চুরির পর হার্ষিত-কুলদীপের অনবদ্য বোলিং, ১৭ রানে প্রথম ম্যাচ জিতলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *