ভারতীয় মহিলা দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) ও জনপ্রিয় সুরকার পলাশ মুচ্ছল সমাজ মাধ্যমে খুবই পরিচিত ও চর্চিত মুখ হয়ে উঠেছেন। মহিলা ওয়ার্ল্ড কাপ জেতার পরেই এই দম্পতির বিবাহ হওয়ার কথা ছিল। সাঙ্গলির সামডোলে মান্ধানা ফার্ম হাউসে স্মৃতি ও পলাশের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও। তাদের হলদির অনুষ্ঠানও চলছিল, যেখানে ভারতীয় মহিলা দলের সদস্যদেরকে দেখতে পাওয়া গিয়েছিল। তবে আনন্দের এই মুহূর্তটি পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে বিষাদে পরিণত হয়েছে। বিয়ের দিনেই স্মৃতি মন্ধনার বাবা শ্রীনীবাস মন্ধনা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হবু শশুরের অবস্থা দেখে, মানসিক চাপ বাড়তে থাকে জামাই পলাশের। যার পর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিলে পলাশ মুচ্ছলকেও।
পলাশ মুচ্ছলকে মহারাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে পরে তাকে মুম্বইয়ের গোরেগাঁওয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পলাশের মা অমিতা মুচ্ছল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হবু শশুরের অসুস্থতার খবর শুনে পলাশ কান্না থামাতে পারেননি। অমিতা মুচ্ছল মন্তব্য করে বলেন, “পলাশের সঙ্গে স্মৃতির বাবার খুব গভীর সম্পর্ক, স্মৃতির থেকেও বেশি ঘনিষ্ট পলাশ। তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন বিবাহ অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত পলাশই নিয়েছিল।” তবে, বাগদান নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই পলাশের ব্যক্তিগত জীবন হঠাৎই সমাজ মাধ্যমের শিরোনামে।
Read More: ভেঙে গেল স্মৃতি–পলাশের বিয়ে, জাতীয় ক্রাশকে ধোঁকা দেওয়ার উঠলো অভিযোগ !!
ফাঁস হয়েছে পলাশের আসল রূপ

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বেশ কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই সব স্ক্রিনশট গুলিতে পলাশকে – স্মৃতিকে ধোঁকা দিতে দেখা গিয়েছে। ডি কোস্টা নামে এক মহিলা বান্ধবীর সঙ্গে গোপনে চ্যাটিং করতেন তিনি। হঠাৎ করেই সেই চ্যাট এখন খবরের শিরোনামে। সেই চ্যাটে ডি কোস্টার সাথে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা করছেন পলাশ। পলাশের এই ক্রিয়াকলাপ প্রকাশ্যে আসার পর থেকেই সমাজ মাধ্যম তোলপাড়।
বেশ কিছু নেটিজেনদের মতে, স্মৃতির পিতার হৃদরোগ পরিবারের কাছে একটি বড় চিন্তার বিষয় ও কঠিন সময় তৈরি করলেও সেটি পরিবারের জন্য বরদান হয়ে দাঁড়িয়েছে। আসলে, ভক্তদের মতে পলাশ স্মৃতিকে ধোঁকা দিয়েছেন, বিয়ের আগে কোনো বান্ধবীর সঙ্গে এমন ঘনিষ্ট চ্যাটিং শোভা দেয়না। এখনকার দিনে ক্রিকেটারদের মধ্যে ডিভোর্স কেস খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সঙ্গীকে ধোঁকা দেওয়ার খবর উঠে আসছে গত কয়েক বছরের মধ্যেই শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া ও জুজুবেন্দ্র চাহালদের মতন তারকাদের ডিভোর্স হয়েছে। তাই, পলাশের এই কর্মকান্ডের পর ভক্তদের ধারণা সেই ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে, যে কারণে স্মৃতির পিতার হঠাৎ হৃদরোগ স্মৃতির জীবনে মঙ্গল হয়ে উঠেছে।