ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদের ঘটনা মাঝেমধ্যেই চর্চায় উঠে আসে। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) থেকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দীর্ঘদিনের বিবাহ বন্ধন ছিন্ন করার পর বর্তমানে আবারও নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। অন্যদিকে সম্প্রতি ভারতীয় মহিলা দলের তারকা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিবাহের খবর সবচেয়ে বেশি আলোচনায় ছিল। গত রবিবার বলিউডের অন্যতম জনপ্রিয় মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palash Muchhal) সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তার। কিন্তু জনপ্রিয় ব্যাটসম্যানের বাবা অসুস্থ হয়ে যাওয়ায় বিয়ে স্থগিত হয়ে যায়। এরপরই পলাশের অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে থাকার খবর সামনে উঠেছে। সামলে নিয়ে এবার বিয়ে ভাঙলেন স্মৃতি নিজেই।
Read More: স্মৃতির বিয়ে ভাঙার পিছনে তারই ‘প্রিয় বান্ধবী’, বিয়ের আগের রাতে ঘনিষ্ঠ হলেন পলাশ !!
বিয়ের মাঝেই অঘটন-

রবিবার সাঙ্গলির সামডোলে মান্ধানা ফার্ম হাউসের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান রীতিমতো আলোচনায় উঠে এসেছিল। এই বিয়েতে উপস্থিত ছিলেন মহিলা বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য। কিন্তু বিয়ের দিন দুপুরবেলা হঠাৎ করেই স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের চিকিৎসক ডা. নমন শাহ’এর তত্ত্বাবধানে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি জানান কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে এবং রক্তচাপ অনেকটাই বেড়ে গেছে।
এরপরই হবু বর পলাশ মুচ্ছল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর সামনে আসে। তবে ঘটনার মোড় নেয় যখন এই বলিউড সুরকারের কিছু প্রেমালাপের স্ক্রিনশট ভাইরাল হয়। সূত্র অনুযায়ী স্মৃতির বান্ধবী মেরি ডি’কস্টার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তারপরেই অনির্দিষ্টকালের জন্য এই তাকারকা জুটির বিয়ে স্থগিত হয়ে যায়। এই বিষয়ে জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল (Palak Muchhal) সোশ্যাল মিডিয়ার পোস্ট করে বিবৃতি দিয়েছেন।
বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা-

বাবার অসুস্থ হয়ে যাওয়া এবং পলাশ মুচ্ছলের কর্মকাণ্ডে বর্তমানে অনেকটাই ভেঙ্গে পড়েছেন বিশ্বকাপ জয়ী তারকা। সূত্র অনুযায়ী তিনি নিজেই বিয়ে ভেঙ্গে দিয়ে সমস্ত সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অন্যদিকে বিয়ে ভাঙ্গার খবর শোনার পরেই পলাশের মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তার ছেলে কান্নাকাটি করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি বলেন, “কেঁদে কেঁদে শরীর খারাপ হয়ে গিয়েছিল।
প্রচুর চাপ নেওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয় পলাশ। আইভি ড্রিপ, ইসিজি এবং অন্যান্য টেস্টও হয়েছে। শুধু শারীরিক নয় মানসিক ভাবেও ভেঙ্গে পড়েছে। চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।” এই খবর সামনে আসতেই নেটিজেনরা সমস্ত বিষয়টি বলিউড সংগীত পরিচালকের নাটক বলেই উল্লেখ করছেন। প্রসঙ্গত স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের সমস্ত ছবি এবং ভিডিও ডিলিট করে দিয়েছেন।