pakw-vs-nzw-pak-women-drop-8-catches

গতকাল মহিলাদের টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলো পাকিস্তান দল (PAKW vs NZW)। এই ম্যাচের উপর নির্ভর করছিলো টিম ইন্ডিয়া (INDW) ভাগ্য’ও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ রানের ব্যবধানে হার খাদের কিনারে ঠেলে দিয়েছিলো স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরদের। গ্রুপ-এ থেকে সেমিফাইনালে যেতে গেলে পাকিস্তানের উপরেই নির্ভর করতে হত তাঁদের। শক্তিশালী কিউইদের বিরুদ্ধে পাক শিবির যদি অঘটন ঘটাতে পারত, তাহলে শেষ চারের রাস্তা খুলে যেন ‘উইমেন ইন ব্লু’র জন্য। কিন্তু মুনিবা আলি (Muneeba Ali), সিদরা আমিন, নিদা ডার’রা (Nida Darr) সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না প্রতিবেশী দেশের দিকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজে পাকিস্তানের হতশ্রী পারফর্ম্যান্স আঁধার নামালো ওয়াঘা সীমান্তের দুই পাড়েই।

টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো নিউজিল্যান্ড। দুবাইয়ের পিচ বরাবরই খানিক মন্থর হয়। বড় শট খেলা কঠিন হয়ে যায় ব্যাটারদের জন্য। সোমবারও দেখা গেলো সেই ছবিই। সুজি বেটস (Suzie Bates), এমেলিয়া কের, সোফি ডিভাইনদের (Sophie Devine) রান তোলার জন্য বেশ কষ্ট করতে হলো পাকিস্তানের বিরুদ্ধে। নাসরা সান্ধু (৩/১৮), ওমাইনা সোহেল (১/১৮)দের সৌজন্যে ১১০ রানের বেশী তুলতে পারে নি কিউই’রা। অল্প রানে ‘ব্ল্যাক ক্যাপস’দের আটকে যেতে দেখে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকেরা। কিন্তু সেই আশার প্রদীপ নিভতে বেশী সময় লাগে নি। ইডেন কারসন (২/৭), এমেলিয়া কের’দের (৩/১৪) দাপটে মাত্র ৫৬ রানেই অল-আউট হয়ে যায় পাকিস্তান। বিদায় নিশ্চিত হয়ে যায় হরমনপ্রীত (Harmanpreet Kaur) বাহিনীর। গতকাল পাকিস্তানের হারের জন্য ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি দায়ী তাদের হতশ্রী ফিল্ডিং-ও।

Read More: IND vs NZ 1st Test Preview: বেঙ্গালুরুতে আগুনে ফর্ম ধরে রাখতে মরিয়া ভারত, নতুন নেতার অধীনে সাফল্যের সন্ধানে কিউইরা।

হতশ্রী ফিল্ডিং-এর প্রদর্শনী পাকিস্তানের-

PAKW vs NZW | Image: Getty Images
PAKW vs NZW | Image: Getty Images

ফিল্ডিং বরাবরই পাকিস্তান ক্রিকেটের দুর্বল দিক। দুই স্লিপের মধ্যে দিয়ে ক্যাচ গলে যাওয়া, উইকেটরক্ষকের দস্তানায় ধাক্কা খেয়ে বল ছিটকে আসা-এসব ঘটনা চোখে পড়ে প্রায় প্রতিটি ম্যাচেই। বাবর-শাহীনরা (Shaheen Shah Afridi) সে নিয়ে সমালোচিত’ও হন নিয়মিত। পুরষদের দলের ছোঁয়া এবার লাগলো পাকিস্তানের নারী দলেও। গতকাল দুবাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (PAKW vs NZW) জয়ের আশা জাগিয়েও ‘উইমেন ইন গ্রিন’ হারলো ফিল্ডিং ব্যর্থতার জন্য। একটি বা দু’টি নয়, সব মিলিয়ে গোটা ম্যাচে আটটি ক্যাচ ফস্কেছেন তাঁরা। প্রথম ক্যাচটি হাতছাড়া হয় পঞ্চম ওভারের দ্বিতীয় বলে (৪.২)। এরপর ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল (৫.২), অষ্টম ওভারের তৃতীয় বল (৭.৩), ষোড়শ ওভারের পঞ্চম বল (১৫.৫) ও অষ্টাদশতম ওভারের দ্বিতীয় বলে (১৭.২) উইকেটের সুযোগ তৈরি করেও হাতছাড়া করে পাকিস্তান।

শেষ ওভারে পাক ফিল্ডার’রা ফস্কান তিনটি ক্যাচ (১৯.১, ১৯.৩, ১৯.৫)। ক্যাচগুলি ধরা গেলে হয়ত নিউজিল্যান্ডকে হারাতেও পারত পাকিস্তান (PAKW vs NZW)।  নিদা ডার, সাদিয়া ইকবালদের ফিল্ডিং দেখে চক্ষু চড়কগাছ ক্রিকেটদুনিয়ার। ভারতের ২০১১ ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল (Munaf Patel) ট্যুইট করে লেখেন, “আপনারা জানেন আজ পাকিস্তান কতগুলো ক্যাচ হাতছাড়া করেছে?” প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া প্রতিবেশী দেশকে খোঁচা দিয়ে ট্যুইট করেছেন, “এশিয়া’তে আমরা খেলোয়াড়দের ‘ড্রপ’ করি না। তাদের ‘বিশ্রাম’ দিই। একই সাথে আমরা ক্যাচ’ও ‘ড্রপ’ করি না। বরং ধীরেসুস্থে বল’কে মাটিতে বিশ্রাম করার সুযোগ দিই।” সরাসরি পাকিস্তানের নাম না লিখলেও টেস্ট দল থেকে বাবর আজমের বাদ যাওয়া ও মহিলা দলের হতশ্রী ক্যাচিং পারফর্ম্যান্স’ই যে নিশানায়, তা বুঝতে ভুল হয় নি কারও।

দেখে নিন পাক ফিল্ডারদের ক্যাচ ফস্কানোর ভিডিও-

Also Read: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলো পাকিস্তান, বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারতীয় মহিলা দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *